১৩ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

১৪ জুলাই ,যে খ্যাতিমানদের জন্মদিন আজ

 

 

সমাজকাল ডেস্ক :

আজ রবিবার ১২ জুলাই। যে খ্যাতিমানদের জন্মদিন আজ। তাদের প্রতি রইল শ্রদ্ধা।

গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯৫তম (অধিবর্ষে ১৯৬তম) দিন হলো ১৪ জুলাই । বছর শেষ হতে আরো ১৭০ দিন বাকি রয়েছে।

সময় বাড়ে। কোন না কোনভাবে প্রতিটি দিন হয় ইতিহাস। প্রতিদিন জন্ম নেয় অসংখ্য মানুষ। এরমধ্যে কেউ কেউ ইতিহাসের অংশ হয়। বিখ্যাত এসব মানুষের নাম জানতে চায় সবাই।

বরেন্য এ সব ব্যক্তি সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। এখানে সবার নাম উল্লেখ করাতো সম্ভব নয়। প্রজন্মের এই চাহিদাকে মাথায় রেখে সমাজকালের পাঠকদের জন্য প্রতিদিনের আয়াজন আজ যারা ইতিহাসের বরেন্যগণ, আজকের দিনে যাদের জন্ম।

 

১৭০০ থেকে ১৯০০

১৭৪৩ : রুশ কবি গ্যাবিব্রলা রোমানোভিচ দারজাভিন।

 

১৭৫৬ : ইংরেজ কবি টমাস রোলান্ডসন।

 

১৮৩১ : বাঙালি সাংবাদিক, সম্পাদক ও নাট্যকার মনোমোহন বসু।

 

১৮৫৪ : মহেন্দ্রনাথ গুপ্ত, শ্রীরামকৃষ্ণের অন্যতম শিষ্য ও ‘শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত’ রচয়িতা।

 

১৮৭৪: অঁদ্রে-লুই দ্যবিয়ের্ন, একজন ফরাসি রসায়নবিদ

তিনি ১৮৯৯ সালে অ্যাক্টিনিয়াম নামক রাসায়নিক মৌলটি আবিষ্কার করেন। তিনি অবশ্য বিশুদ্ধ অ্যাক্টিনিয়াম প্রস্তুত করতে পারেননি, কেবল অ্যাক্টিনিয়াম মিশ্রিত একটি তেজস্ক্রিয় পদার্থ নিষ্কাশন করেছিলেন।

 

১৮৯৭: সত্যরঞ্জন বকসি

তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী ও নেতাজী সুভাষচন্দ্র বসুর সহযোগী।  তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব ও সাংবাদিক।

 

১৯০১ থেকে ২০০০

 

১৯০৩ : আমেরিকান লেখক আর্ভিং স্টোন।

 

১৯০৪ : নোবেলজয়ী পোলিশ সাহিত্যিক আইজ্যাক সিঙ্গার।

 

১৯১৩ : জেরাল্ড ফোর্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৮তম রাষ্ট্রপতি। (মৃ. ২০০৬)

 

১৯১৩ : জার্মান রাজনীতিবিদ ফ্রিৎজ আর্থার।

 

১৯১৮ : ইংমার বারিমান, সুয়েডীয় মঞ্চ ও চলচ্চিত্র নির্দেশক। (মৃ. ২০০৭)

 

১৯২৩ : ডেল রবার্টসন, মার্কিন অভিনেতা। (মৃ. ২০১৩)

 

১৯২৮ : ন্যান্সি ওলসন, মার্কিন অভিনেত্রী।

 

১৯৩২ : জেরল্ড ক্যাট্‌জ, মার্কিন ভাষাবিজ্ঞানী ও দার্শনিক। (মৃ. ২০০২)

 

১৯৫৭ : অলোক বর্মা, ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ৩৭তম প্রধান।

 

১৯৫৭ : আর্থার অ্যালবিস্টন, স্কটিশ ফুটবলার।

 

১৯৬০ : জেন লিঞ্চ, মার্কিন অভিনেত্রী।

 

১৯৬৭ : হাসান তিলকরত্নে, শ্রীলঙ্কান ক্রিকেটার ও রাজনীতিবিদ।

 

১৯৭৬ : জেরাইন্ট জোন্স, ইংরেজ ক্রিকেটার।

 

১৯৮২ : বিকাশ রঞ্জন দাস, বাংলাদেশী ক্রিকেটার।

তথ্যসূত্র : উইকিপিডিয়া ও ইতিহাস সম্পর্কিত বই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *