১৩ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার যেসব মার্কেট, দোকানপাট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে

 

 

জীবনধারা ডেস্ক

আজ রবিবার, যেসব মার্কেট, দোকানপাট এবং বিনোদন কেন্দ্রে বন্ধ থাকছে তা জেনে নেই।

রাজধানী ঢাকায় জনসংখ্যা বাড়ছে। প্রায় ২ কোটি জনসংখ্যার শহর ঢাকা। এই বিশাল জনগোষ্ঠীর নিত্য দিনের চাহিদা মেটাতে রয়েছে মার্কট, দোকান-পাট ও বিপণি বিতান। শিশু ও সব বয়সের নাগরিকদের জন্য রয়েছে দর্শনীয় স্থান, বিনোদন কেন্দ্র।

 

আজ রবিবার। সপ্তাহের এই দিনটিতেও কিছু কিছু এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। কোন দিন কোন মার্কেট খোলা বা বন্ধ থাকে তা জানতে পারলে, নিজের পরিকল্পনা সাজাতে সুবিধা হয়। পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে পারেন দর্শনীয় স্থান এবং বিনোদন কেন্দ্রগুলো। আসুন জেনে নেই শনিবার রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট ও এবং দর্শনীয় স্থান বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব মার্কেট

 

বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহিমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট ‍গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট।

 

রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট,  কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিয় কমপ্লেক্স, মিতালী অ্যান্ড ফ্রেণ্ডস সুপার মার্কেট।

 

যেসব এলাকার দোকানপাট বন্ধ

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট অঞ্চল, তেজঘাঁও শিল্প অঞ্চল।

ক্যান্টনমেন্ট, গুলশান-১,২,বনানী,মহখালী বাণিজ্যিক অঞ্চল,নাখালপাড়া,মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল অঞ্চল, রামপুরা, বনশ্রী, খিলগাঁওে, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।

দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্র :

 

শিশু একাডেমি

শিশু একাডেমি জাদুঘর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে।

 

সামরিক জাদুঘর

এটি বিজয় সরণিতে অবস্থিত। বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে।

শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে।

 

জাতীয় বিজ্ঞান জাদুঘর

আগারগাঁওয়ে অবস্থিত। প্রতি বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে।

শনিবার থেকে বুধবার প্রতিদিন সবাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা।

শনি ও রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা যায়।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *