২১ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার যেসব মার্কেট, দোকানপাট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে

জীবনধারা ডেস্ক:

আজ বৃহস্পতিবার। যেসব মার্কেট, দোকানপাট এবং বিনোদন কেন্দ্রে বন্ধ থাকছে তা জেনে নেই।

রাজধানী ঢাকায় জনসংখ্যা বাড়ছে। প্রায় ২ কোটি জনসংখ্যার শহর ঢাকা। এই বিশাল জনগোষ্ঠীর নিত্য দিনের চাহিদা মেটাতে রয়েছে মার্কেট, দোকান-পাট ও বিপণি বিতান। শিশু ও সব বয়সের নাগরিকদের জন্য রয়েছে দর্শনীয় স্থান, বিনোদন কেন্দ্র।

বৃহস্পতিবার সপ্তাহের এই দিনটিতেও কিছু কিছু এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। কোন দিন কোন মার্কেট খোলা বা বন্ধ থাকে তা জানতে পারলে, নিজের পরিকল্পনা সাজাতে সুবিধা হয়। পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে পারেন দর্শনীয় স্থান এবং বিনোদন কেন্দ্রগুলো। আসুন জেনে নেই শনিবার রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট ও এবং দর্শনীয় স্থান বন্ধ থাকবে।

 

যেসব মার্কেট বন্ধ থাকবে:  

মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, হোসাফ টাওয়ার, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট।

স্টেডিয়াম মার্কেট ১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীন ইয়ামেনি মার্কেট, বাইতুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট, সাকুরা মার্কেট।

মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার করপোরেট মার্কেট, মুক্ত বাংলা শপিয় কমপ্লেক্স, শাহ আলী সুপার মার্কেট ও মুক্তিযোদ্ধা সুপার মার্কেট।

 

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে:

মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী এলাকা, মালিবাগের একাংশ, শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা।

হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ইস্কাটন, আসাদগেট, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর স্টেডিয়ম, চিড়িয়াখানা, টেকনিক্যাল, কল্যাণপুর।

 

দর্শনীয় স্থান বিনোদন কেন্দ্র:

 

শিশু একাডেমি

শিশু একাডেমি জাদুঘর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে।

 

সামরিক জাদুঘর  

এটি বিজয় সরণিতে অবস্থিত। বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে।

শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে।

 

জাতীয় বিজ্ঞান জাদুঘর

আগারগাঁওয়ে অবস্থিত। প্রতি বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে।

শনিবার থেকে বুধবার প্রতিদিন সবাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা।

শনি ও রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *