২১ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

২২ বছরের সফর শেষে বিদায় নিল স্কাইপ : কেন এই নাম, জানেন?

সমাজকাল ডেস্ক :

বিশ্বব্যাপী যোগাযোগের ধারায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল যে প্ল্যাটফর্মটি—আজ ৫ মে ২০২৫, সেটিরই আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। স্কাইপ (Skype), ২০০৩ সালে যাত্রা শুরু করে যেটি মধ্য ২০১০-এর দশকে ৩০০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারীকে যুক্ত করেছিল, আজ শেষবারের মতো বন্ধ হয়ে গেল।

স্কাইপ কেন বন্ধ হলো?
২০১১ সালে মাইক্রোসফট ৮.৫ বিলিয়ন ডলারে স্কাইপ কিনে নেয়। তাদের লক্ষ্য ছিল স্কাইপকে তাদের মূল কমিউনিকেশন স্ট্র্যাটেজির কেন্দ্রে রাখা। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে WhatsApp, Zoom এবং মাইক্রোসফটের নিজস্ব Teams প্ল্যাটফর্ম জনপ্রিয় হয়ে ওঠায় স্কাইপ ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ে।

এ বছরের ২৮ ফেব্রুয়ারি মাইক্রোসফট ঘোষণা দেয়, তারা স্কাইপ বন্ধ করে Teams-এ সম্পূর্ণ মনোযোগ দেবে। আর আজ ৫ মে স্কাইপকে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হলো।

তবে ‘Skype for Business’ কি এখনো থাকবে?
হ্যাঁ, ‘Skype for Business’ নামের কর্পোরেট সংস্করণটি আপাতত চালু থাকবে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য স্কাইপের যাত্রা এখানেই শেষ।

পুরনো ইউজারদের কী হবে?
মাইক্রোসফট জানিয়েছে, স্কাইপ ব্যবহারকারীরা তাদের একই মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করে Teams-এ প্রবেশ করতে পারবেন। চ্যাট হিস্টরি, কনট্যাক্টস ইত্যাদি Teams-এ ট্রান্সফারযোগ্য থাকবে।

তবে সব ডেটা ডাউনলোড বা স্থানান্তরের জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এর পর স্থায়ীভাবে ডেটা মুছে দেওয়া হবে।

‘Skype’ নামের পেছনের গল্প
‘Skype’ শব্দটি এসেছে “Sky peer-to-peer” থেকে, যা বোঝায় আকাশে বা ইন্টারনেটের মাধ্যমে সমপর্যায়ের যোগাযোগ। শুরুতে এর নাম ছিল Skyper, পরে তা ছোট করে রাখা হয় Skype।

স্কাইপ: এক নজরে ইতিহাস

  • ২০০৩: স্কাইপ চালু হয় নিকলাস জেনস্ট্রম ও জানাস ফ্রিসের হাতে
  • ২০০5: eBay স্কাইপ কিনে নেয়
  • ২০১১: মাইক্রোসফট অধিগ্রহণ করে
  • ২০২০-২০২৪: Zoom ও Teams ব্যবহারে ব্যাপক উত্থান
  • ২০২৫: স্কাইপের বিদায়

এক যুগের প্রতীক—স্কাইপ
বিনামূল্যে ভিডিও কল, ভয়েস কল এবং ইনস্ট্যান্ট মেসেজিংয়ের পথিকৃৎ ছিল স্কাইপ। বিশেষ করে পরিবার, প্রবাসী কর্মী এবং ব্যবসায়িক যোগাযোগে স্কাইপ একটি অপরিহার্য মাধ্যম হয়ে উঠেছিল।

আজকের এই বিদায়ের মধ্য দিয়ে একটি যুগের অবসান ঘটল, যা প্রযুক্তি ও মানব সংযোগের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।