২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
Pathan

শাহরুখের ‘কিং’-এ দীপিকার রাজকীয় প্রত্যাবর্তন! করিনা-ক্যাটরিনাকে পেছনে ফেলে চূড়ান্ত হলেন তিনিই

বিনোদন ডেস্ক :

‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডঙ্কি’র সাফল্যের পর আবারও বড়পর্দায় রাজকীয় প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত বলিউডের বাদশাহ শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত নতুন অ্যাকশন থ্রিলার ‘কিং’ ঘিরে ইতিমধ্যেই জমে উঠেছে চর্চা। আর এই ছবি ঘিরে এবার মিলল বড় চমক—নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন দীপিকা পাড়ুকোন। বাদ পড়েছেন করিনা কাপুর খান ও ক্যাটরিনা কাইফ।

সূত্র বলছে, ছবির প্রথম থেকেই শাহরুখ ও টিমের পছন্দ ছিলেন দীপিকা। কিন্তু মা হওয়ার পর সন্তান ও শরীরচর্চায় ব্যস্ত দীপিকা তখন সময় দিতে পারছিলেন না। ফলে বিকল্প ভাবনায় করিনা ও ক্যাটরিনার নাম উঠলেও, ছবির শুটিং পিছিয়ে যাওয়ায় সব দিক সামলে অবশেষে ফিরে এলেন দীপিকা নিজেই।

তবে দীপিকার এই চরিত্র শুধুমাত্র একটি অতিথি শিল্পীর ক্যামিও নয়। বরং এটি একটি পূর্ণাঙ্গ, জোরালো চরিত্র—যা ছবির মূল প্লটেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ এমনভাবেই স্ক্রিপ্ট সাজাচ্ছেন, যাতে পর্দায় শাহরুখ-দীপিকা জুটির সেই পুরনো রসায়ন নতুন রূপে ফিরিয়ে আনা যায়।

কিং’ ছবিতে আরও যাঁরা থাকছেন:

অভিষেক বচ্চন, সুহানা খান (শাহরুখ-কন্যার অভিষেক), অভয় বর্মা, আরশাদ ওয়ার্সি, জয়দীপ আহলাওয়াত, অমিতাভ বচ্চন (গুরুত্বপূর্ণ একটি ছোট চরিত্রে)।

ছবির সংগীত পরিচালনায় রয়েছেন অনিরুদ্ধ এবং গানের দায়িত্বে শচীন-জিগর। অ্যাকশন কোরিওগ্রাফি পরিচালনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্টান্ট ডিরেক্টররা। ভারত ও ইউরোপের বিভিন্ন মনোরম লোকেশনে হবে শুটিং।

দীপিকার অংশের শুটিং শুরু হবে ২০২৫-এর দ্বিতীয়ার্ধে। আর ‘কিং’ মুক্তি পেতে পারে ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে।

প্রেক্ষাপট ও প্রত্যাশা:
‘ওম শান্তি ওম’ থেকে ‘জওয়ান’—শাহরুখ-দীপিকা জুটির প্রতিটি ছবিই সুপারহিট। একইভাবে, ‘পাঠান’, ‘ফাইটার’-এর মতো ছবিতে দীপিকা ও সিদ্ধার্থ আনন্দের যুগলবন্দিও সফল। ফলে ‘কিং’ নিয়ে ভক্তদের মধ্যে আশা ও উত্তেজনার পারদ তুঙ্গে।