সমাজকাল ডেস্ক :
আজ বৃহস্পতিবার, ১ মে। গ্রেগরীয় বর্ষপঞ্জির ১২১তম দিন। বছর শেষ হতে বাকি ২৪৪ দিন। ইতিহাসের পাতায় প্রতিটি দিন বহন করে আলাদা গুরুত্ব। কিছু কিছু দিন শুধু ঘটনাবহুলই নয়, বরং সেইসব মহান মানুষদের বিদায়ের দিন হিসেবেও চিহ্নিত হয়ে থাকে, যাঁরা তাঁদের কর্ম, চিন্তা ও আদর্শ দিয়ে সমাজ ও ইতিহাসকে নতুন দিকে মোড় দিয়েছিলেন। ১ মে তেমনই একটি দিন, যেদিন আমরা হারিয়েছি বহু খ্যাতিমান মানুষকে। সমাজকাল আজ গভীর শ্রদ্ধায় স্মরণ করছে তাঁদের—
উল্লেখযোগ্য প্রয়াণ:
০৪০৮ – আরকাডিউস, বাইজান্টাইন সম্রাট।
৬৮০ – মুয়াবিয়া, প্রথম উমাইয়া খলিফা।
১১৮৫ – শেনজঙ, চীনের সম্রাট।
১২৩৫ – শামসুদ্দিন আলতামাশ, দিল্লির সুলতান।
১৩০৮ – প্রথম আলবার্ট, জার্মানির রাজা।
১৭০০ – জন ড্রাইডেন, ইংরেজ কবি ও নাট্যকার।
১৮৫৯ – ড. জন ওয়াকার
ইংরেজ রসায়নবিদ ও উদ্ভাবক। তাঁকে দেশলাইয়ের উদ্ভাবক হিসেবে মনে করা হয়। ১৮২৭ সালে তিনি “ফ্রিকশন ম্যাচ” নামে দেশলাই তৈরি করেন, যা আগুন জ্বালানোর প্রক্রিয়ায় বিপ্লব আনে।
১৮৭৩ – ডেভিড লিভিংস্টোন
স্কটিশ খ্রিস্টান মিশনারি, চিকিৎসক ও বিশ্বখ্যাত অভিযাত্রী। আফ্রিকার অজানা অঞ্চলগুলো আবিষ্কার ও উপনিবেশিক শোষণের বিরুদ্ধে অবস্থানের জন্য খ্যাত। আফ্রিকায় দাসপ্রথা উন্মোচনে তাঁর অভিযাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১৯০৪ – আন্তনিন দ্ভরাক, চেক সুরকার।
১৯০৮ – প্রফুল্ল চাকী, বিপ্লবী, ব্রিটিশবিরোধী আন্দোলনে আত্মবলিদান।
১৯৪৫ – জোসেফ গোয়েবলস
আডলফ হিটলারের ঘনিষ্ঠ সহচর এবং নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী। দক্ষ ও ভয়ংকর প্রচারনীতির জন্য berüchtigt (কুখ্যাত)। হিটলারের মৃত্যুর একদিন পর, স্ত্রীসহ ছয় সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেন।
১৯৭৩ – আসগের জর্ন, ডেনিশ শিল্পী ও ভাস্কর।
১৯৭৮ – অরাম খাচাটুরিয়ান, আর্মেনিয় সুরকার ও কন্ডাকটর।
১৯৮০ – শোভা, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৯৩ – পিয়ের বেরেগোভোয়া, ফরাসি প্রধানমন্ত্রী।
১৯৯৩ – রানাসিংহে প্রেমাদাসা
শ্রীলঙ্কার তৃতীয় রাষ্ট্রপতি ও প্রভাবশালী রাজনীতিক। গরিবমুখী উন্নয়ননীতি ও বাসগৃহ কর্মসূচির জন্য স্মরণীয়। ১৯৯৩ সালে এক আত্মঘাতী হামলায় তাঁর মৃত্যু ঘটে।
১৯৯৪ – এয়ারটন সেনা, তিনবারের ফর্মুলা ওয়ান বিশ্বজয়ী, দুর্ঘটনায় মৃত্যু।
১৯৯৮ – কিরণশঙ্কর সেনগুপ্ত, বাঙালি কবি।
২০০০ – স্টিভ রিভস, আমেরিকান বডি বিল্ডার ও অভিনেতা।
২০০০ – বিদ্যুৎ গাঙ্গুলী, পশ্চিমবঙ্গের মন্ত্রী।
২০১১ – হেনরি কুপার, ইংরেজ বক্সার।
২০১৫ – অমিতাভ চৌধুরী, সাহিত্যিক ও সাংবাদিক।
২০১৮ – অশোক মিত্র, অর্থনীতিবিদ ও বামপন্থী চিন্তাবিদ।
সমাজকালের শ্রদ্ধাঞ্জলি
এই মহৎপ্রাণ ব্যক্তিত্বদের অবদান যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। তাঁদের কর্ম ও জীবনদর্শন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকুক — এই শুভকামনা জানিয়ে তাঁদের প্রতি সমাজকালের গভীর শ্রদ্ধা।