সমাজকাল ডেস্ক :
(‘শিগগিরই আসছি তোমার কাছে’ — ইরফান খানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের আবেগঘন কবিতা, চোখ ভিজল নেটিজেনদের)
পাঁচ বছর কেটে গেল, কিন্তু ইরফান খানের শূন্যতা এখনও বিদ্যমান বলিউড ও অনুরাগীদের হৃদয়ে। প্রয়াত অভিনেতার ছেলে বাবিল খান তাঁর বাবার মৃত্যুবার্ষিকীতে একটি হৃদয়ভাঙা কবিতা পোস্ট করেছেন, যা ঝড় তুলেছে নেটপাড়ায়।
ইনস্টাগ্রামে বাবিল একটি পুরনো ছবি শেয়ার করেন, যেখানে ছোট্ট বাবিল তার বাবার কাঁধে মাথা রেখে রয়েছেন। সেই ছবির সঙ্গে বাবিল লেখেন:
“তোমার সঙ্গে, তোমায় ছাড়া। জীবন চলে… আমার সঙ্গে, আমাকে ছাড়া। তাড়াতাড়ি আসছি তোমার কাছে। তোমার সঙ্গে, তোমায় ছাড়া নয়। আমরা একসঙ্গে ছুটব, উড়ব, গোলাপি ঝর্ণার জল খাব। তোমায় জড়িয়ে ধরব শক্ত করে, কাঁদব—তারপর হেসে ফেলব, ঠিক আগের মতোই। আমি তোমায় ভীষণ মিস করি।”
২০২০ সালের ২৯ এপ্রিল নিউরোএন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত হয়ে ইরফান খান মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল তাঁর শেষ ছবি ‘আংরেজি মিডিয়াম’।
এদিন শুধুমাত্র বাবিল নন, ইরফানের ঘনিষ্ঠ বন্ধু এবং ‘পিকু’ চলচ্চিত্রের পরিচালক সুজিত সরকারও একটি আবেগঘন পোস্ট করেন। তিনি লেখেন—
“বন্ধু, তুমি যেখানেই থাকো, জানি ভাল আছো। তুমি জানো না ইরফান—তোমায় এদেশ কতটা ভালবাসে, কতটা মিস করে।”
সুজিত জানান, তিনি এখন বাবিলের অভিভাবকের ভূমিকা পালন করছেন এবং ফুটবলও খেলেন একসঙ্গে। তিনি আরও জানান, সদ্য তাঁরা বাবিলকে নিয়ে একটি সিনেমার কাজ শেষ করেছেন, যেখানে বাবিল ধীরে ধীরে নিজের প্রতিভায় প্রতিষ্ঠা পাচ্ছেন—যেমনটা ইরফান চেয়েছিলেন।
সম্প্রতি বাবিল খানকে দেখা গিয়েছে জি-ফাইভের চলচ্চিত্র ‘লগআউট’-এ, যেখানে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সমালোচকদের কাছ থেকে।