আসন্ন বাজেট বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য হবে : অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক :
২০২৫-২৬ অর্থবছরের আসন্ন বাজেট হবে বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য—এমনটাই আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “ভুল-ত্রুটি থাকবে, কিন্তু আমরা চেষ্টা করছি মানুষের জীবনমান উন্নয়নের জন্য।”
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর ৪৫তম পরামর্শক কমিটির সভায় বুধবার (৩০ এপ্রিল) বক্তব্য রাখতে গিয়ে উপদেষ্টা বলেন, “আমাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। শুধু চাই, সবাই একটু সহানুভূতিশীল হলে সরকারও হবে সহানুভূতিশীল।”
তিনি আরও জানান, সরকার নয়, বরং বেসরকারি খাত ও ব্যবসার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)সহ বিভিন্ন দাতা সংস্থার কাছে সহায়তা চাওয়া হচ্ছে। “বেসরকারি খাতের বিকাশে সরকার সব কিছু করবে—এই ধারণা থেকে সরে আসতে হবে,” বলেন তিনি।
রাজস্ব আহরণ প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহ্বান জানান, কর অবকাশের ধারণা থেকে বের হয়ে সমাজ ও দেশের কল্যাণে সকলে কর প্রদানে এগিয়ে আসুন। “কর দিলে দেশের উপকার হবে, সমাজেরও উপকার হবে।”
এফবিসিসিআই বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এতে সাধারণ জনগণের জন্য স্বস্তি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।