২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

আজ ২৩ এপ্রিল | ইতিহাসের পাতায় স্মরণীয় দিন

সমাজকাল ডেস্ক

আজ বুধবার, ২৩ এপ্রিল। গ্রেগরীয় পঞ্জিকা অনুসারে এটি বছরের ১১৩তম (অধিবর্ষে ১১৪তম) দিন। বছর শেষ হতে বাকি রয়েছে ২৫২ দিন।
এই দিনে বিশ্বজুড়ে ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা। সমাজকাল তুলে ধরছে ইতিহাসের পাতায় ২৩ এপ্রিলের উল্লেখযোগ্য ঘটনাবলি।

🏛️ শিক্ষা ও সংস্কৃতি
১৬৩৫ – আমেরিকার প্রথম পাবলিক স্কুল বোস্টন ল্যাটিন স্কুল প্রতিষ্ঠিত হয়।

১৯৩২ – লন্ডনে শেক্সপিয়র মেমোরিয়াল থিয়েটার উদ্বোধন করা হয়।

👑 রাজনীতি ও ক্ষমতা পরিবর্তন
১৬৬১ – ওয়েস্টমিনস্টার অ্যাবেতে দ্বিতীয় চার্লস ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৭৯৫ – ভারতের গভর্নর ওয়ারেন হেস্টিংস রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পান।

১৯২০ – তুরস্কের আংকারায় এককক্ষবিশিষ্ট জাতীয় সংসদ গঠিত হয়।

১৯২০ – মোস্তফা কামাল আতাতুর্ক তুরস্কের নেতা নির্বাচিত হন।

১৯৯০ – চীনের প্রধানমন্ত্রী লি পেং ২৬ বছর পর প্রথমবার সোভিয়েত ইউনিয়ন সফর করেন।

🧪 বিজ্ঞান ও প্রযুক্তি
১৮২৭ – আইরিশ গণিতজ্ঞ উইলিয়াম রোয়ান হ্যামিল্টন আলোর কণিকা সংক্রান্ত তত্ত্ব উপস্থাপন করেন।

১৯৭১ – ভারতে চালু হয় প্রথম সুপার এক্সপ্রেস টেলিগ্রাফ সার্ভিস।

🎬 গণমাধ্যম ও প্রযুক্তি
১৮৯৬ – নিউইয়র্কে জনসমক্ষে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয়।

১৯৬৮ – ব্রিটেনে প্রথম দশমিক মুদ্রা চালু হয়।

🏛️ আন্দোলন ও অভ্যুত্থান
১৯৬১ – ফরাসি প্রেসিডেন্ট দ্য গল আলজিয়ার্স অভ্যুত্থানের বিরুদ্ধে সেনা ও নাগরিকদের আহ্বান জানান।

১৯৬৮ – নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভিয়েতনাম যুদ্ধবিরোধী ছাত্ররা ভবন দখল করে বিক্ষোভ করে।

🌍 আন্তর্জাতিক সম্পর্ক ও বন্দর উন্নয়ন
১৯২৩ – গদানস্ক উপসাগরের তীরে পোল্যান্ডে গদানিয়া বন্দর প্রতিষ্ঠিত হয়।

👧 শিশু অধিকার
১৯২৭ – তুরস্ক শিশু দিবসকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করে, বিশ্বের একমাত্র দেশ হিসেবে।

🕊️ মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সংবিধান
১৯৭১ – বাংলাদেশের কুড়িগ্রামের জোতিভাঙ্গায় পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের হাতে প্রায় তিন হাজার হিন্দু হত্যা।

১৯৭৭ – বাংলাদেশ সংবিধানের ৫ম সংশোধনী গৃহীত হয়।

💥 দুর্ঘটনা ও প্রাণহানি
১৯৮৮ – লিবিয়ায় বিস্ফোরকবোঝাই ট্রাক বিস্ফোরণে ৫৪ জন নিহত হন।

এই ঘটনাগুলো শুধু অতীত নয়, বর্তমানকে অনুধাবনেরও পথ দেখায়। ইতিহাসের আলোকছায়ায় ২৩ এপ্রিল একটি তাৎপর্যময় দিন—সমাজকাল এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।