২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

রণবীর-অনুষ্কার পুরনো কেমিস্ট্রি, পুরনো গুঞ্জন— কে ছিল কার প্রেমিক?

বিনোদন ডেস্ক :

রণবীর সিংয়ের বলিউড যাত্রা শুরু হয়েছিল ২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ দিয়ে। অনুষ্কা শর্মার সঙ্গে তাঁর প্রথম জুটি তখনই দর্শকমনে দাগ কেটেছিল। অনস্ক্রিন রসায়নের পাশাপাশি অফস্ক্রিনেও তাঁদের ঘিরে শুরু হয়েছিল প্রেমের গুঞ্জন। কিন্তু বাস্তবটা ছিল একটু আলাদা।

এক পুরনো সাক্ষাৎকারে অনুষ্কা শর্মা স্পষ্টভাবে জানিয়েছিলেন— “রণবীর আমার প্রেমিক হতে পারবে না!” কারণ? অনুষ্কার ভাষায়, “রণবীর ভীষণ পরিশ্রমী, তবে সারাক্ষণ শুধু নিজেকেই নিয়ে থাকে। আমি এমন কাউকে চাই, যে শুধু নিজের কথা বলবে না, আমার দিনটা কেমন গেল, সেটাও জানতে চাইবে। রণবীর সেটা করে না। তাই ওকে ডেট করা সম্ভব নয়।”

মজার ছলেই রণবীর একবার বলেছিলেন, অনুষ্কা নাকি নিজের প্রেমিককে ‘খুন’ করে দেবে! উত্তরে অনুষ্কার হেসে জবাব— “হয়তো ঠিকই বলেছে!”

‘ব্যান্ড বাজা বারাত’-এর পর ‘লেডিজ ভার্সেস রিকি বহেল’-এ আবারও জুটি বাঁধেন অনুষ্কা-রণবীর। তারপর তাঁদের ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ক অনেকটাই ফিকে হয়ে যায়। বহু বছর পর আবার তাঁদের একসঙ্গে দেখা যায় ‘দিল ধড়কনে দো’ ছবিতে।

বর্তমানে দু’জনেই আলাদা পথে, আলাদা জীবনে। অনুষ্কা এখন বিরাট কোহলির স্ত্রী ও দুই সন্তানের মা— ভামিকা ও আকায়। অন্যদিকে রণবীর সুখী সংসার করছেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে। তাঁদের কন্যা ‘দুয়া’ জন্মেছে ২০২৪ সালে।

অনুষ্কা এখন বড়পর্দা থেকে বিরতিতে রয়েছেন ‘জিরো’ ছবির পর থেকেই। আর রণবীর ব্যস্ত তাঁর আগামী ছবি ‘ধুরন্ধর’-এর শ্যুটিং নিয়ে, যেখানে তিনি স্ক্রিন শেয়ার করবেন আর মাধবন, সঞ্জয় দত্ত এবং অক্ষয় খান্নার সঙ্গে। এছাড়াও রণবীরকে দেখা যাবে ফারহান আখতারের পরবর্তী প্রজেক্ট ‘ডন থ্রি’-তে।