সমাজ কাল বিনোদন ডেস্ক :
এই ঈদে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা যেন ঢালিউডে ফিরিয়ে এনেছে বাণিজ্যিক ছবির জৌলুস। সিনেমাটি মুক্তির প্রথম দিনেই আয় করে ২৮ লাখ টাকা, আর সাত দিনের ব্যবধানে তা পৌঁছে গেছে প্রায় ২৭.৫ কোটি টাকায়—যা ঢালিউডের সাম্প্রতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক।
শাকিব খানের সঙ্গে ইধিকা পালের রোমান্স ও অ্যাকশনধর্মী চিত্রনাট্য দর্শকদের ভীষণভাবে টেনেছে। ‘জিল্লু মাল দে’ গানটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে, যা সিনেমাটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে।
প্রযোজক ও পরিবেশকদের আশা, সিনেমাটি ১০০ কোটির ক্লাবে জায়গা করে নিতে পারে, যা ঢালিউডের জন্য এক নতুন রেকর্ড হবে। বর্তমানে দেশের বিভিন্ন হলে দর্শকদের উপচে পড়া ভিড় এবং টিকিট বিক্রির ধারা বলছে, ‘বরবাদ’ শুধুই এক সিনেমা নয়—এটি ঢালিউডের পুনর্জাগরণের বার্তা।
এই সাফল্য শাকিব খানের ক্যারিয়ারে যেমন নতুন মাত্রা যোগ করেছে, তেমনি দেশের চলচ্চিত্রশিল্পে বাণিজ্যিক ধারার ছবির চাহিদাও নতুন করে প্রমাণ করেছে ‘বরবাদ’।