সমাজকাল ডেস্ক:
আজ শুক্রবার, ৬ সেপ্টেম্বর। এ দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী তুলে ধরা হলো। প্রজন্ম থেকে প্রজন্মের জানার অবশ্যই দরকার আছে, এ দিন কি ঘটেছিল অতীতে।
৬ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৯তম (অধিবর্ষে ২৫০তম) দিন। বছর শেষ হতে আরো ১১৬ দিন বাকি।
এভাবে দিন আসে দিন যায়। অতীত কালের সময় বাড়ে। কোন না কোনভাবে প্রতিটি দিন হয় ইতিহাস। অতীত দিনের ইতিহাসের দিনপঞ্জী বর্তমান এবং ভবিষ্যতের জন্য গুরুত্ববহ। কি হয়েছিল এই দিনে?
জানতে চায় আজকের পাঠক। সব ঘটনাতো আর উল্লেখ করা সম্ভব নয়, তবে কিছু ঘটনা স্মরণ করা যায়। প্রজন্মের এই চাহিদাকে মাথায় রেখে সমাজকালের পাঠকদের জন্য প্রতিদিনের আয়োজন ইতিহাসে আজকের ঘটনা।
১৬৫৭: মোগল সম্রাট শাহজাহান আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে সিংহাসন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
১৭১৬: বোস্টনে প্রথম বাতিঘর স্থাপিত হয়।
১৭৭৮: হুগলীতে প্রথম বাংলা ছাপাখানা স্থাপন।
১৮৭৯: লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন একচেঞ্জ স্থাপিত হয়।
১৮৮৯: ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু।
১৯০৫: আটলান্টা জীবন বীমা কম্পানি প্রতিষ্ঠিত হয়।
১৯০৮: কলকাতা গাণিতিক সোসাইটি গঠিত।
কলকাতা গাণিতিক সোসাইটি ভারতের একটি পেশাদার গণিতবিদ স্বার্থ নিবেদিত গাণিতিক গবেষণা ও শিক্ষার সমিতি। সোসাইটির প্রধান কার্যালয় ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত।
গত ১০০ বছরেরও বেশি সময় ধরে সোসাইটি বিভিন্ন শিক্ষামূলক ও প্রযুক্তিগত কার্যক্রমের মাধ্যমে তাত্ত্বিক এবং প্রয়োগিক গাণিতিক বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় উৎসাহ দিয়েছে। অ্যালবার্ট আইনস্টাইন, অনিল কুমার গায়েন, এস. চন্দ্রশেখর, আব্দুস সালাম এবং বিশ্বব্যাপী আরও বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষকগণের মতো কিংবদন্তীর সাথে প্রতিষ্ঠানটি সম্পর্কযুক্ত।
১৯৬৫: প্রথম পাক-ভারত যুদ্ধ শুরু হয়।
১৯৬৮: দক্ষিণ আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ড ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৯৮: বঙ্গবন্ধুকে ডায়াবেটিক সোসাইটির মরণোত্তর স্বর্ণপদক প্রদান, প্রথমবারের মতো স্বর্ণপদক প্রদান শুরু।
তথ্যসূত্র: উইকিপিডিয়া ও ইতিহাস সম্পর্কিত বই