২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

৫ আগস্ট, এদিনের উল্লেখযোগ্য ঘটনা

 

 

 

 

 

সমাজকাল ডেস্ক:

আজ সোমবার, ৫ আগস্ট। এ দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী তুলে ধরা হলো। প্রজন্ম থেকে প্রজন্মের জানার অবশ্যই দরকার আছে, এ দিন কি ঘটেছিল অতীতে।

গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে ৫ আগস্ট বছরের ২১৭তম (অধিবর্ষে ২১৮তম) দিন। বছর শেষ হতে আরো ১৪৮ দিন বাকি রয়েছে।

এভাবে দিন আসে দিন যায়। অতীত কালের সময় বাড়ে। কোন না কোনভাবে প্রতিটি দিন হয় ইতিহাস। অতীত দিনের ইতিহাসের দিনপঞ্জী বর্তমান এবং ভবিষ্যতের জন্য গুরুত্ব বহন। কি হয়েছিল এই দিনে?

জানতে চায় আজকের পাঠক। সব ঘটনাতো আর উল্লেখ করা সম্ভব নয়, তবে কিছু ঘটনা স্মরণ করা যায়। প্রজন্মের এই চাহিদাকে মাথায় রেখে সমাজকালের পাঠকদের জন্য প্রতিদিনের আয়োজন ইতিহাসে আজকের ঘটনা।

 

১৭৭৫: মিথ্যা অভিযোগে ঐতিহাসিক ‘আইনি হত্যা’-য় মহারাজ নন্দকুমারকে ফাঁসি দেয়া হয়।

 

১৮৮২: কলকাতার বাদুড়বাগানে বিদ্যাসাগরের বাড়িতে বিকাল চারটায় শ্রীরামকৃষ্ণের প্রথম সাক্ষাৎ ও তাদের মধ্যে স্মরণীয় কথাবার্তা হয়।

 

১৮৯২: ‘দি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য প্রমোশন অব ফাইন আর্টস ও ন্যাশনাল আর্ট গ্যালারি’ প্রতিষ্ঠিত হয়।

 

১৯০৫: বঙ্গদেশ বিভক্ত করার জন্য বঙ্গভঙ্গ আইন ঘোষিত হয়।

 

১৯১৪: মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওতে প্রথম বৈদ্যুতিক ট্রাফিক সংকেত ব্যবস্থা প্রবর্তিত হয়।

 

১৯২২: জার্মানি ত্যাগ করে আইনস্টানের আমেরিকায় আশ্রয় গ্রহণ।

 

১৯২৪: তুরস্কে বহুবিবাহ নিষিদ্ধ করা হয়।

 

১৯৪৭: পূর্ববঙ্গ পার্লামেন্টারি দলের নেতা নির্বাচনে খাজা নাজিমুদ্দিনের কাছে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পরাজয়।

 

১৯৪৯: দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্পে ছয় হাজার মানুষ নিহত হয়।

 

১৯৬০: আফ্রিকার দেশ বুরকিনা ফাসো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

 

১৯৬২: নেলসন ম্যান্ডেলা কারাগারে অন্তরীণ হন। ১৯৯০ সাল পর্যন্ত তাঁকে জেলখানায় কাটাতে হয়।

 

১৯৬৩: ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।

 

১৯৬৪: উত্তর ভিয়েতনামের টমকিন উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক বোমাবর্ষণ করে।

 

১৯৬৫: পাকিস্তান-ভারত যুদ্ধ শুরু হয়।

 

১৯৭৭: ইরানের তৎকালীন প্রধানমন্ত্রী আমির আব্বাস হোয়াইদাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়।

 

১৯৭৮: ভারতের কলকাতায় অহীন্দ্র মঞ্চ স্থাপিত হয়।

 

১৯৮৪: বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার কারণে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে বিমান দুর্ঘটনায় বাংলাদেশের প্রথম নারী বৈমানিক সৈয়দা কানিজ ফাতেমা রোকসানাসহ ৪৯জন মারা যায়।

 

২০০২: স্যার মাইকেল সোমারে পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী নির্বাচিত।

 

২০০৩: ইন্দোনেশিয়ার ম্যারিয়ট হোটেলে ভয়াবহ গাড়িবোমা হামলা হয়।

 

২০১৯: ভারত সরকার সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ ও সংলগ্ন অনুচ্ছেদ ৩৫-এ বাতিল ঘোষণা করে। সেই সাথে জম্মু ও কাশ্মীর রাজ্য বিভক্ত করে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে।

 

তথ্যসূত্র: উইকিপিডিয়া ও ইতিহাস সম্পর্কিত বই