সমাজকাল ডেস্ক:
আজ রবিবার, ৪ আগস্ট। যে খ্যাতিমানদের হারিয়েছি এই দিনে। তাদের প্রতি শ্রদ্ধা।
গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে ৪ আগস্ট বছরের ২১৬তম (অধিবর্ষে ২১৭তম) দিন। বছর শেষ হতে আরো ১৪৯ দিন বাকি।
এভাবে দিন আসে দিন যায়। অতীত কালের সময় বাড়ে। কোন না কোনভাবে প্রতিটি দিন হয় ইতিহাস। প্রতিদিন জন্ম নেয় অসংখ্য মানুষ। এরমধ্যে কেউ কেউ ইতিহাসের অংশ হন। খ্যাতিমানদের কেউ কেউ আবার চলে যান গড়ে। রয়ে যায় তাদের কর্ম।
বিখ্যাত ব্যক্তিরা আজকের এবং আগামীর জন্য অনুপ্রেরণা। তাই তাদের সম্পর্কে জানা আজকের প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। ইতিহাসের এসব বরেণ্য ব্যক্তিদের শ্রদ্ধাভরে স্মরণ করি। সবার নাম উল্লেখ করা সম্ভব হয়নি।
প্রজন্মের এই চাহিদাকে মাথায় রেখে সমাজকালের পাঠকদের জন্য প্রতিদিনের আয়োজন সেই সব আলোকিত ব্যক্তিদের স্মরণে, এই দিনে যাদের হারিয়েছি।
১০৬০: ফ্রান্সের রাজা প্রথম হেনরি।
১৮৭৫: হান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন, ডেনীশ লেখক এবং কবি।
তিনি শিশু-সাহিত্যিক হিসাবে অধিক পরিচিত। রূপকথা লেখার জন্য তাকে রূপকথার জাদুকর নামে অভিহিত করা হয়। এন্ডারসনের রূপকথা, যার সংখ্যা ৩৩৮১ এর কম নয়, ১২৫ টিরও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে।
এই রূপকথাসমূহ পশ্চিমের যৌথ চেতনায় সাংস্কৃতিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে, শিশুরা সহজেই সেগুলো পাচ্ছে। তার সবচেয়ে বিখ্যাত রূপকথাসমূহ হল ‘দি এমপেরর্স নিউ ক্লদস’, ‘দ্য লিটল মারমেইড’, ‘দ্য নাইটিংগেল’, ‘দ্য স্নো কুইন’, ‘দি আগলি ডাকলিং’, ‘থাম্বেলিনা’।
তার গল্পসমূহ বেলে, নাটক, এবং অ্যানিমেটেড এবং লাইভ-অ্যাকশন চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে। কোপেনহেগেনের সবচেয়ে বিস্তৃত এবং সবচেয়ে ব্যস্ত বলেভার্ডের একটি হল ‘এইচ সি এন্ডারসন্স বলেভার্ড’।
১৯১৯: ডেভ গ্রিগরি, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৩১: রামকৃষ্ণ বিশ্বাস, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।
রামকৃষ্ণ বিশ্বাস ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব। গোপন বিপ্লবী দলের সদস্য ছিলেন। ১৮ এপ্রিল, ১৯৩০ সালে চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের নেতা সূর্য সেনের বিপ্লবী দলের সভ্য হিসেবে ১৯৩০ সালের ফেব্রুয়ারিতে বোমা প্রস্তুত করার সময় গুরুতর আহত হন।
মাস্টারদার নির্দেশে ১৯৩০ সালের ১২ জানুয়ারি তিনি এবং কালী চক্রবর্তী চাঁদপুর স্টেশনে ইনস্পেক্টর জেনারেল ক্রেগকে হত্যা করতে গিয়ে তারিণী মুখার্জিকে হত্যা করেন। ২২ মাইল দূরে গিয়ে ধরা পড়েন। রামকৃষ্ণ বিশ্বাসের জন্ম চট্টগ্রামের সারোয়াতলীতে। তার পিতার নাম দুর্গাকৃপা বিশ্বাস।
১৯৪৮: মিলেভা মেরিক
পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী (১৯০৩-১৯১৯) এবং তার তিন সন্তানের জননী। তিনি একাধারে আইনস্টাইনের সহকর্মী এবং সহধর্মিণী ছিলেন। ধারণা করা হয়, তিনি আইনস্টাইনের প্রথম পর্যায়ের গবেষণা কাজ ও আবিষ্কারসমূহের ক্ষেত্রে অবদান রেখেছিলেন।
১৯৭৮: সাংবাদিক ও লেখক মোহাম্মদ ওয়ালিউল্লাহ।
১৯৮১: মেলভিন ডগলাস, মার্কিন অভিনেতা।
২০০৩: ফ্রেড্রিখ চ্যাপম্যান রবিন্স, মার্কিন বিজ্ঞানী,
রবিন্স মিসৌরি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৬ সালে ব্যাচেলর অব আর্টস এবং ১৯৩৮ সালে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। ১৯৪০ সালে হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে গ্র্যাজুয়েট হন। ১৯৫২ সালে কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তিনি ১৯৫৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
২০২০: মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও অনুবাদক।
তথ্যসূত্র: উইকিপিডিয়া ও ইতিহাস সম্পর্কিত বই