২৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

১ আগস্ট, যে খ্যাতিমানদের হারিয়েছি এই দিনে

সমাজকাল ডেস্ক:

আজ বৃহস্পতিবার ১ আগস্ট। যে খ্যাতিমানদের হারিয়েছি এই দিনে। তাদের প্রতি শ্রদ্ধা।

১ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২১৩তম (অধিবর্ষে ২১৪তম) দিন। বছর শেষ হতে আরো ১৫২ দিন বাকি।

এভাবে দিন আসে দিন যায়। অতীত কালের সময় বাড়ে। কোন না কোনভাবে প্রতিটি দিন হয় ইতিহাস। প্রতিদিন জন্ম নেয় অসংখ্য মানুষ। এরমধ্যে কেউ কেউ ইতিহাসের অংশ হন। খ্যাতিমানদের কেউ কেউ আবার চলে যান গড়ে। রয়ে যায় তাদের কর্ম।

বিখ্যাত ব্যক্তিরা আজকের এবং আগামীর জন্য অনুপ্রেরণা। তাই তাদের সম্পর্কে জানা আজকের প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। ইতিহাসের এসব বরেণ্য ব্যক্তিদের শ্রদ্ধাভরে স্মরণ করি। সবার নাম উল্লেখ করা সম্ভব হয়নি।

প্রজন্মের এই চাহিদাকে মাথায় রেখে সমাজকালের পাঠকদের জন্য প্রতিদিনের আয়োজন সেই সব আলোকিত ব্যক্তিদের স্মরণে, এই দিনে যাদের হারিয়েছি।

 

৩০ খ্রিস্টপূর্ব: মার্ক অ্যান্টনি, রোমান জেনারেল ও রাজনীতিবিদ

মূল নাম মারকুস আন্তোনিউস, ইংরেজিতে মার্ক অ্যান্টনি বা অ্যান্থনি নামে পরিচিত ছিলেন। তিনি স্বৈরাচারী রোমান সাম্রাজ্য থেকে রোমান প্রজাতন্ত্র রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

অ্যান্টনি ছিলেন জুলিয়াস সিজারের সমর্থক এবং গল বিজয় ও সিজারের গৃহযুদ্ধকালীন তার সেনাপ্রধান হিসাবে দায়িত্ব পালন করেন।

 

১৮৪৬: দ্বারকানাথ ঠাকুর, বাংলার নবজাগরণের উল্লেখযোগ্য ব্যক্তি।

১৯১১: কনরাড ডুডেন, জার্মান ভাষাতাত্ত্বিক।

১৯২০: বাল গঙ্গাধর তিলক, ভারতীয় পণ্ডিত ও ভারতীয় জাতীয়তাবাদী নেতা, ১৯২০ – বাল গঙ্গাধর তিলক, ভারতীয় পণ্ডিত ও ভারতীয় জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী এবং স্বাধীনতা কর্মী।

১৯৪৪: ম্যানুয়েল এল. কুয়েজন, ফিলিপিনো রাজনীতিবিদ।

১৯৮২: জ্যোতিরিন্দ্র নন্দী, বাঙালি সাহিত্যিক।

১৯৮৫: স্যান্ডি বেল, দক্ষিণ আফ্রিকান ক্রিকেট খেলোয়াড়।

১৯৮৭: আবু সাঈদ চৌধুরী, বাংলাদেশের ২য় রাষ্ট্রপতি।

১৯৯৯: নীরদচন্দ্র চৌধুরী, তৎকালীন ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার খ্যাতনামা বাঙালি লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

২০০০: আলী সরকার জাফরি, ভারতের প্রখ্যাত উর্দু কবি।

২০০৫: ফাহাদ বিন আবদুল আজিজ, সৌদি আরবের বাদশাহ।

২০০৯: কোরাজন অ্যাকুইনো, ফিলিপিনো রাজনীতিবিদ

মারিয়া কোরাজন সুমুলং ‘কোরি’ কোজুয়াংকো-অ্যাকুইনো। তিনি ফিলিপাইনের বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন। ফিলিপাইনের একাদশ প্রেসিডেন্টরূপে দায়িত্ব পালন করেন। তিনি এশিয়া মহাদেশের প্রথম নারী  রাষ্ট্রপতি হয়ে ইতিহাস গড়েন।

১৯৮৬ সালের সাধারণ জনগণের ভোট বিপ্লবে তিনি ক্ষমতাসীন সাবেক স্বৈরশাসক ফার্দিন্যান্দ মার্কোসকে ক্ষমতাচ্যুত করার পাশাপাশি ফিলিপাইনে গণতন্ত্র সুসংগঠিত করেন। ১৯৮৬ সালে বিখ্যাত টাইম সাময়িকীর পক্ষ থেকে তিনি বছরের সেরা নারী ব্যক্তিত্ব মনোনীত হন।

২০১৪: এল. কে. সিদ্দিকী, বাংলাদেশের ৭ম ডেপুটি স্পিকার।

২০২০: উইলফোর্ড ব্রিমলি, আমেরিকান অভিনেতা এবং গায়ক।

২০২১: আবদাল কাদির আস-সুফি, স্কটিশ ইসলামী পণ্ডিত এবং লেখক।

 

তথ্যসূত্র: উইকিপিডিয়া ও ইতিহাস সম্পর্কিত বই