সমাজকাল ডেস্ক:
আজ বৃহস্পতিবার ১ আগস্ট। এ দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী তুলে ধরা হলো। প্রজন্ম থেকে প্রজন্মের জানার অবশ্যই দরকার আছে, এ দিন কি ঘটেছিল অতীতে।
গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে ১ আগস্ট বছরের ২১৩তম (অধিবর্ষে ২১৪তম) দিন। বছর শেষ হতে আরো ১৫২ দিন বাকি।
এভাবে দিন আসে দিন যায়। অতীত কালের সময় বাড়ে। কোন না কোনভাবে প্রতিটি দিন হয় ইতিহাস। অতীত দিনের ইতিহাসের দিনপঞ্জী বর্তমান এবং ভবিষ্যতের জন্য গুরুত্ববহ। কি হয়েছিল এই দিনে?
জানতে চায় আজকের পাঠক। সব ঘটনাতো আর উল্লেখ করা সম্ভব নয়, তবে কিছু ঘটনা স্মরণ করা যায়। প্রজন্মের এই চাহিদাকে মাথায় রেখে সমাজকালের পাঠকদের জন্য প্রতিদিনের আয়োজন ইতিহাসে আজকের ঘটনা।
১৪৯৮: ইতালির নাগরিক ক্রিস্টোফা কলম্বাস আমেরিকার মূল ভূখন্ডে পদার্পণ করেন।
১৬৪৮: স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পায় সুইজারল্যান্ড।
১৬৭২: ব্রিটিশ বিচারব্যবস্থা চালু হয়।
১৬৯৮: ইংরেজ কুঠিয়াল জব চার্নক কলকাতা নগর পত্তন করেন।
১৭৭৩: ব্রিটিশ সংসদ উপমহাদেশে শাসন সংস্কারের উদ্দেশ্যে রেগুলেটিয় অ্যাক্ট আইন বিধিবদ্ধ করে।
১৭৭৪: ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিকৃত ভারতবর্ষের রাজধানী হয় কলকাতা।
১৭৭৪: যোশেফ প্রিস্টলি অক্সিজেন আবিষ্কার করেন।
১৮৩৪: ব্রিটিশ উপনিবেশগুলোতে দাসপ্রথা বাতিল
দাস প্রথার ইতিহাস চারশ বছরের। আফ্রিকা থেকে আমেরিকায় দাসদের আনা হতো। তাদের হিসাব অনুযায়ী এখনো বিশ্বের ১ কোটি ২০ লাখ মানুষ জোরপূর্বক শ্রম, দাসত্ব ও দাসত্ব সংশ্লিষ্ট প্রথার কাছে বন্দী।
বলা হয়, দাসদের দিয়ে ২ ধরণের কাজ করানো হতো-কৃষিকাজ এবং গার্হস্থ কাজ। তখন সমাজে নিজের ঘরে কয়েকজন দাস রাখা ছিল একটি সামাজিক মযাদার ব্যাপার।এর বাইরে উচ্চবিত্তরা তাদের দাসদের দিয়ে বিভিন্ন কৃষি কাজ করাতেন। এরমধ্যে-হালচাষ, সেচ, মাটি উর্বর করানো, গবাদি পশু পালন, তাদের রক্ষণাবেক্ষণ ইত্যাদি কাজ ছিল।
এর বাইরে দাসীদের সাধারণত রাখা হতো যৌন লোভ-লালসা পূরণের জন্য। তাদের উপপত্নি করে রাখা হত এবং তাদের সন্তানদেরও দাস রূপে রাখা হত। ব্রিটেনের সরকার এই দাস প্রথা নিরুৎসাহিত করে এবং ১৮৪৩ সালে অ্যাক্ট ফাইভ আইন দ্বারা দাসদাসী আমদানি ও রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।
১৮৬১: দেবেন্ত্রনাথ ঠাকুরের অর্থায়নে ও মনোমোহন ঘোষের সম্পাদনায় পাক্ষিক ‘ইন্ডিয়া মিরর’ প্রকাশিত।
১৮৯৪: প্রথম চীন-জাপান যুদ্ধ শুরু হয় কোরিয়া নিয়ে।
১৯১৪: জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু।
১৯২০: ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব ভারতের পেশাদার ফুটবল ক্লাব কলকাতায় প্রতিষ্ঠিত হয়।
১৯৫৩: ভারতে বেসরকারি বিমান সংস্থার জাতীয়করণ হয় এবং ইন্ডিয়ান এয়ারলাইন্স গঠিত হয়।
১৯৬০: আফ্রিকার দেশ বেনিন ফরাসি উপনিবেশ থেকে মুক্ত স্বাধীনতা লাভ করে।
১৯৬৪: বেলজিয়ান কঙ্গোর নাম পরিবর্তন হয়ে রিপাবলিক অব কঙ্গো হয়।
১৯৬৭: পূর্ব জেরুজালেমকে দখল করা হয়।
১৯৭১: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে নিউইয়র্কে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়।
১৯৭২: বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে পেরুর স্বীকৃতি প্রদান।
১৯৭৫: ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা এবং আলবেনিয়া ছাড়া অন্য ইউরোপীয় দেশের শীর্ষ নেতাদের সম্মেলন শুরু হয়।
তথ্যসূত্র: উইকিপিডিয়া ও ইতিহাস সম্পর্কিত বই