১৩ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

যে খ্যাতিমানদের হারিয়েছি এই দিনে

 

 

সমাজকাল ডেস্ক:

আজ ১৪ জুলাই। যে খ্যাতিমানদের হারিয়েছি এই দিনে। তাদের প্রতি শ্রদ্ধা।

গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯৫তম (অধিবর্ষে ১৯৬তম) দিন হলো ১৪ জুলাই । বছর শেষ হতে আরো ১৭০ দিন বাকি রয়েছে।

এভাবে দিন আসে দিন যায়। অতীত কালের সময় বাড়ে। কোন না কোনভাবে প্রতিটি দিন হয় ইতিহাস। প্রতিদিন জন্ম নেয় অসংখ্য মানুষ। এরমধ্যে কেউ কেউ ইতিহাসের অংশ হয়। খ্যাতিমানদের কেউ কেউ আবার চলে যান গড়ে। রয়ে যায় তাদের কর্ম।

বিখ্যাত ব্যক্তিরা আজকের এবং আগামীর জন্য অনুপ্রেরণা। তাই তাদের সম্পর্কে জানা আজকের প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। ইতিহাসের এসব বরেণ্য ব্যক্তিদের শ্রদ্ধাভরে স্মরণ করি। সবার নাম উল্লেখ করা সম্ভব হয়নি।

প্রজন্মের এই চাহিদাকে মাথায় রেখে সমাজকালের পাঠকদের জন্য প্রতিদিনের আয়াজন সেই সব আলোকিত ব্যক্তিদের স্মরণে, এই দিনে যাদের হারিয়েছি।

 

 

১৮১৬ : ফ্রান্সিস্কো দে মিরান্ডা

ভেনেজুয়েলীয় বিপ্লবী। ভেনেজুয়েলীয় প্রদেশের কারাকাসে জন্মগ্রহণকারী বিখ্যাত ভেনেজুয়েলীয় বিপ্লবী ছিলেন। সচরাচর তিনি ফ্রান্সিস্কো দে মিরান্ডা নামে পরিচিতি পেয়ে আসছেন।

 

১৯০৭ : রসায়নবিদ ও উদ্ভাবক স্যার উইলিয়াম হেনরি পারকিন।

 

১৯৩০ : গবো অ্যাশলে, দক্ষিণ আফ্রিকান ক্রিকেট খেলোয়াড়।

 

১৯৫১ : স্যামি জোন্স, অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড়।

 

১৯৫৪ : নোবেলজয়ী স্পেনীয় নাট্যকার বেনাভেন্তেই মার্তিনেস।

 

১৯৫৮ : দ্বিতীয় ফয়সাল, ইরাকের তৃতীয় ও শেষ বাদশাহ।

 

১৯৭১ : পুলিন বিহারী সরকার, ভারতীয় রসায়নবিদ, বিশ্লেষক, অজৈব রসায়নের গোড়াপত্তনকারী।

 

১৯৮৩ : তেলুগু কবি শ্রীবঙ্গম শ্রীনিবাস রাও।

১৯৮৫ : দেবপ্রসাদ ঘোষ

গণিতজ্ঞ, শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ ছিলেন তিনি। একজন খ্যাতনামা ভারতীয় বাঙালি গণিতজ্ঞ, সুপণ্ডিত শিক্ষাব্রতী, বিশিষ্ট ভাষাতত্ববিদ, আইনজীবী, সাংবাদিক ও রাজনীতিবিদ।

প্রথমদিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসাবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৩৩ সালে হিন্দু মহাসভায় যোগ দেওয়ার আগে নয় বছর বাংলার ন্যাশনালিস্ট পার্টির সদস্য ছিলেন। ১৯৫১ সালে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ভারতীয় জনসংঘ গঠিত হলে তিনি দলের সদস্য হন। রাজ্যসভার সদস্য লাভ করেন ১৯৫২ সালে। ১৯৫৬ সাল থেকে ১৯৬৫ পর্যন্ত সময়কালের বিভিন্ন সময়ে ভারতীয় জনসংঘের সভাপতি ছিলেন পাঁচ বছর এবং রাজ্য শাখার সভাপতি ছিলেন দীর্ঘদিন।

 

১৯৯৭ : আবু তাহের, বাংলাদেশি সুরকার।

 

২০১২ : মাজহারুল ইসলাম, বাংলাদেশি স্থপতি। বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের প্রথিতযশা স্থপতিদের মধ্যে অন্যতম। তিনি বাংলাদেশের স্থাপত্য পেশা চর্চার পথিকৃৎ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই স্থপতি “বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট”-এর প্রথম সভাপতি ছিলেন।

 

২০১৯ : হুসেইন মুহাম্মদ এরশাদ, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

 

২০২০ : শাহজাহান সিরাজ, বাংলাদেশি রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী।

 

তথ্যসূত্র : উইকিপিডিয়া ও ইতিহাস সম্পর্কিত বই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *