২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

কাল জাসদের বাজেট পর্যালোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ কাল রবিবার (৯জুন) মিলনায়াতনে ২০২৪—২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের উপর পর্যালোচনা সভা করবে। এদিন সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় মাওলানা আকরাম হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।

এ বাজেট পর্যালোচনা সভায় সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি জনাব হাসানুল হক ইনু এবং পর্যালোচনার বিষয়বস্তু উপস্থাপন করবেন দলীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার। জাসদ আয়োজিত এ বাজেট পর্যালোচনা সভায় জাতীয় নেতৃবৃন্দ এবং বিশিষ্ট অথনীতিবিদগন অংশগ্রহণ করবেন।

জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

## প্রস্তাবিত বাজেটের উপর জাসদের প্রাথমিক প্রতিক্রিয়া

এ আগে বৃহস্পতিবার (৬জুন) সংসদে বাজেট পেশের পর হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার প্রাথমিক প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।বলা হয়, ২০২৪—২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট গতানুগতিক এবং স্থিতাবস্থা বজায় রাখায় প্রচেষ্টার বাইরে নতুন ও বেশি কিছু না।

তারা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ডলার সংকট মোকাবেলা, ব্যাংকিং ও আর্থিক খাতের বিশৃঙ্খলা ও অস্থিরতা দূর করা, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জণ, আভ্যন্তরীণ ব্যাংকিং খাত এবং বৈদেশিক ঋণ ও অনুদানের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাওয়া বাজেট বাস্তবায়ন ও আগামী অর্থনীতির জন্য কঠিন চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেট কাঠামোর প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধনের বিষয়ে অর্থমন্ত্রী ও সরকারকে খোলামন নিয়ে আলোচনা করে পদক্ষেপ নেয়ার আহবান জানাচ্ছি।