৩ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কু‌র্মি‌টোলা হাই স্কুল এন্ড ক‌লেজের গভ‌র্ণিং ব‌ডির সদস্য হ‌লেন আ‌তিকুর রহমান দর্জী

নিজস্ব প্রতিবেদক

লেখক, সাংবা‌দিক আ‌তিকুর রহমান দর্জী রাজধানীর খিল‌ক্ষেত কু‌র্মি‌টোলা হাই স্কুল এন্ড ক‌লেজ গভ‌র্ণিং ব‌ডির সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি সেক্টর কমান্ডার্স ফোরাম ঢাকা মহানগর উত্ত‌রের সাংগঠ‌নিক সম্পাদক।
গত ১০ সেপ্টেম্বর এই নির্বাচন অনু‌ষ্ঠিত হয়। নির্বাচ‌নে শুধু দাতা সদস্য প‌দে নির্বাচ‌ন হয়। এই প‌দে মোতা‌লেব বেপারী ৬৬ ভোট পে‌য়ে নির্বা‌চিত হন । তার প্রতিদ্বন্দ্বী শাহীনুর ইসলাম শাহীন মাত্র ২ ভোট পে‌য়ে পরা‌জিত হ‌য়ে‌ছেন।‌
বিনা প্র‌তিদ্বন্ধীতায় নির্বা‌চিত গভ‌র্ণিং ব‌ডির অন্যান্য সদস্যরা হ‌লেন- মাধ্য‌মিক শাখায় নুরুদ্দীন ও জিন্নাত আলী, ক‌লেজ শাখায় ফজলুল হক বেপারী ও সাইফুল আলম এনাম এবং সংরক্ষ‌তি নারী সদস্য পার‌ভিন সুলতানা লিজা।
শিক্ষক প্র‌তি‌নি‌ধি পদে শহীদুল ইসলাম ও আবু মোহাম্মদ মুছা চৌধুরী এবং সংর‌ক্ষিত নারী শিক্ষক প্র‌তি‌নি‌ধি প‌দে মাহবুবা বেগম নির্বা‌চিত হয়েছেন।
গভ‌র্ণিং ব‌ডির নতুন সভাপ‌তি হিসা‌বে নির্বা‌চিত হয়েছেন খিল‌ক্ষেত থানা আওয়ামী লী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক আসলাম উ‌দ্দীন‌। মাধ্য‌মিক ও উচ্চমাধ্য‌মিক শিক্ষা বোর্ড ঢাকা তাকে সভাপ‌তি হিসা‌বে নির্বা‌চিত ক‌রে‌। গভ‌র্ণিং ব‌ডির প্রথম সভার তা‌রিখ থে‌কে পরব‌র্তি ২ বৎসর তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *