২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Vinicius

ভিনিসিয়ুসের গোলে বিশ্বকাপে ব্রাজিল

ভিনিসিয়ুসের গোলে বিশ্বকাপে ব্রাজিল। তার একমাত্র গোলেই প্যারাগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আনচেলত্তির ব্রাজিল। জন্মদিনে বিশ্বকাপ উপহার পেলেন কোচ আনচেলত্তি।

স্পোর্টস ডেস্ক

কার্লো আনচেলত্তির কোচিংয়ে ব্রাজিল অধ্যায়ের শুরুটা ছিল কিছুটা ধীর গতির। তবে বুধবার প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়ের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ালো সেলেসাও, আর এর সঙ্গেই নিশ্চিত হলো তাদের ২০২৬ বিশ্বকাপে জায়গা। ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র।

ঘরের মাঠ সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনায় দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে আনচেলত্তিও পেয়েছেন জন্মদিনের সেরা উপহার—বিশ্বকাপ নিশ্চিত করার আনন্দ। বুধবার ছিল তার ৬৬তম জন্মদিন।

ভিনিসিয়ুসের প্রথম গোল, কুনহার সহযোগিতা

 

ম্যাচের ৪৪তম মিনিটে রাফিনহার কাছ থেকে বল ছিনিয়ে নেয় প্রতিপক্ষ। তবে ছন্দ হারায়নি ব্রাজিল। আলগা বল ধরে দ্রুত আক্রমণ সাজান ম্যাথিউস কুনহা। তার নিখুঁত পাস থেকে স্লাইড করে বল জালে জড়ান ভিনিসিয়ুস। আনচেলত্তির অধীনে এটিই ভিনিসিয়ুসের প্রথম আন্তর্জাতিক গোল।

এর আগে ৩৭তম মিনিটে মার্তিনেল্লির ক্রসে খালি জালে বল জড়ানোর সহজ সুযোগ নষ্ট করেন কুনহা। এছাড়া ম্যাচের ১২ মিনিটে ভিনিসিয়ুস কুনহার পাসে এগিয়ে যেতে পারতেন, কিন্তু পা লাগালেও লক্ষ্যভ্রষ্ট ছিল শট।

চোট নিয়ে মাঠ ছাড়েন ভিনিসিয়ুস

 

ম্যাচের ৭৭ মিনিটে রাফিনহার শট ঠেকিয়ে দেন প্যারাগুয়ের গোলকিপার। এরপর দুই মিনিট না যেতেই হ্যামস্ট্রিংয়ের টান ধরে মাঠ ছাড়েন ভিনিসিয়ুস। তবে প্রাথমিকভাবে তা গুরুতর না বলে মনে করা হচ্ছে। বেঞ্চে থেকেই চলে তার চিকিৎসা।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত

এই জয়ের ফলে ১৬ ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট দাঁড়ায় ২৫। শীর্ষে থাকা আর্জেন্টিনার পর তারাই দ্বিতীয় দল হিসেবে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপে জায়গা পাকা করলো। নিয়ম অনুযায়ী, এই অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি মূল পর্বে খেলবে।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn