২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
Sani deol

ওটিটিতে ধুন্ধুমার অ্যাকশন নিয়ে হাজির হচ্ছেন সানি দেওল!

বিনোদন ডেস্ক :

গদর ২-এর ঐতিহাসিক সাফল্যের পর এবার সানি দেওলকে দেখা যাবে ওটিটি পর্দায়। প্রথমবারের মতো নেটফ্লিক্সের জন্য একটি অ্যাকশনধর্মী ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের এই বর্ষীয়ান তারকা। ছবিটি পরিচালনা করবেন ‘হিচকি’ খ্যাত সিদ্ধার্থ পি মালহোত্রা, আর প্রযোজনায় রয়েছেন সুপর্ণ ভার্মা।

ছবিটির গল্প অনুপ্রাণিত ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত কেভিন বেকন অভিনীত জনপ্রিয় হলিউড চলচ্চিত্র Death Sentence থেকে। জানা গেছে, এটি হিন্দিতে নির্মাণ করা হবে এবং নাম এখনো চূড়ান্ত হয়নি। ২০২৫ সালের জুলাই মাসে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা এবং মুক্তির সম্ভাব্য সময় ২০২৬ সাল।

সানি দেওল ইতোমধ্যেই এই প্রজেক্টের জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন এবং জানা গেছে, তাঁর পারিশ্রমিকও রীতিমতো চমকপ্রদ। অ্যাকশন ঘরানার এই ছবিতে সানির নতুন অবতার দেখা যাবে বলেই প্রত্যাশা।

বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন অনুরাগ সিং পরিচালিত বর্ডার ২ ছবির শুটিংয়ে, যা জুনের শেষ পর্যন্ত চলবে। এরপর রয়েছে লাহোর: ১৯৪৭ ছবির কাজ এবং এরপরেই সানি অংশ নেবেন নীতেশ তিওয়ারির রামায়ণ ছবির একটি সংক্ষিপ্ত শিডিউলে, যেখানে তিনি রূপদান করবেন ‘হনুমান’ চরিত্রে।

এই তিনটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট শেষ করেই তিনি ঝাঁপাবেন তাঁর প্রথম ওটিটি ফিচার ফিল্মে। এর বাইরে আরও কয়েকটি বড় বাজেটের প্রজেক্ট সাইন করেছেন সানি, যেগুলির কাজ শুরু হবে ২০২৫ সালের শেষভাগে। এদিকে গদর ৩ নিয়েও চলছে প্রস্তুতি; চিত্রনাট্য এখনো রচনার পর্যায়ে রয়েছে।

সব মিলিয়ে বলা যায়, সানি দেওল এখন কেরিয়ারের এক নতুন সোনালি অধ্যায়ে প্রবেশ করেছেন—একদিকে বিগ স্ক্রিন, অন্যদিকে ওটিটি, দুই মাধ্যমেই ছড়িয়ে দিচ্ছেন তাঁর নতুন উপস্থিতির আলো।