২৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

৮ আগস্ট: বাংলাদেশের ঘটনাবলী

সমাজকাল ডেস্ক:

আজ ৮ আগস্ট বৃহস্পতিবার। দীর্ঘ নয় মাসের রক্ষক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। বাংলাদেশের এ দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী তুলে ধরা হলো সমাজকালের পাঠকদের জন্য।

 

১৯৭২: সকল বীমা প্রতিষ্ঠান জাতীয়করণ।

 

১৯৭৩: ১১টি থানায় বন্যার পানি প্রবেশ।

 

১৯৭৪: বন্যায় ৩ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত।

 

১৯৭৫: বিচারপতি আবু সাঈদ চৌধুরী মন্ত্রী নিযুক্ত। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ প্রিন্সিপালের বাসভবনের সামনে গ্রেনেড বিস্ফোরণে ২জন নিহত।

 

১৯৭৬: অনুতপ্ত বিপথগামীদের পুর্নবাসনের সিদ্ধান্ত।

 

১৯৮০: আদমজি জুট মিলে শ্রমিক ধর্মমঘট।

 

১৯৮১: সাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মুর্তাজা আলী (৭৮)-র ইন্তেকাল।

 

১৯৮৩:

  • তিনদিনের সফরে থাই প্রধানমন্ত্রী প্রেম তিনসুলানন্দের ঢাকা আগমন।
  • জেনারেল আবদুর রহমানকে ‘ক’ অঞ্চলের সামরিক আইন প্রশাসক পদ থেকে অব্যাহতি দান।

১৯৮৫: চট্টগ্রামে পুরাতন জাহাজ ভাঙার ঘটনায় বিস্ফোরণে ৭ জন নিহত।

 

১৯৮৮: ৮ম শ্রেণী হইতে নয়া পরীক্ষা ব্যবস্থা প্রবর্তনের সিদ্ধান্ত।

 

১৯৮৯: ৬ লাখ মানুষ পানিবন্দি। এশিয়ান হাইওয়ের কয়েকটি স্থান প্লাবিত।

 

১৯৯০: অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিটের গ্যারেথ ইভান্স, শেখ হাসিনা ও খালেদা জিয়ার সঙ্গে পৃথক পৃথকভাবে আলোচনা করেন।

 

১৯৯১: ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল বিল জাতীয় সংসদে উত্থাপিত হয় এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়।

 

১৯৯২:

  • প্রধানমন্ত্রীর বাহরাইন ও পকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ।
  • সড়ক দুর্ঘটনায় আহত সাংসদ নজরুল ইসলামের মৃত্যু।

 

১৯৯৩: যশোর বোর্ডের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ।

 

১৯৯৪: সংসদ থেকে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশন।

 

১৯৯৯:

  • বিএনপি আমালে ফ্লোর ক্রসিং-এর জন্য সদস্যপদ হারান ৩জন। ‘স্পিকার অহেতুক বিতর্কে জড়িয়েছেন।’- সাবেক স্পিকার রাজ্জাক আলী।
  • কমলাপুর ও গোপীবাগে ৪টি বস্তি উচ্ছেদ। বস্তিতে আলিশান সুইমিংপুল। আগুনে পুড়ে বোমা ফুটছে মুড়িমুড়কির মতো। প্রায় ৪ হাজার ঘর ভেঙ্গে ফেলা হয়েছে। দেড় হাজার পুলিশ-বিডিআর জলকামান ও দমকলবাহিনী তৎপর। ২০ হাজার বস্তিবাসী আ্শ্রয়হীন।
  • সরকার দেশকে ‘ভুটান’–এ পরিণত করার বন্দোবস্ত করছে।– কুমিল্লার জনসভায় খালেদা জিয়া।

 

২০০০:

  • ঢাকা ও চট্টগ্রামে ৬-২টা পর্যন্ত হরতাল। বরিশালে গুলি, আহত ৮।
  • ইপিজেড-এ মালিক শ্রমিক কল্যাণ কমিটি গঠনের সিদ্ধান্ত সরকার যুক্তরাষ্ট্রকে জানিয়েছে। ‘জিএসপি সুবিধা প্রত্যাহার করা হলে আমেরিকানদেরই ক্ষতি হবে বেশি।’ – অ্যামেচ্যামের সভাপতি।
  • ডেঙ্গু পরিস্থিতির অবনতি। বর্ষণ ও ভ্যাপসা গরমে এডিস মশার বংশবিস্তার। একদিনে হাসপাতালে ৯২ জন ভর্তি।

 

২০০১:

  • বিদ্যুতের শর্ট সাকিটের পর আগুন আতঙ্কের পর হুড়োহুড়ি। ৪টি গার্মেন্টস কারখানায় ১৯ শ্রমিক নিহত, আহত অনেকে। গত দশ বছরে পোশাক কারখানায় দুর্ঘটনায় নিহত ১৭২।
  • নির্বাচন আইন সংস্কার করে অধ্যাদেশ জারি। সেনাবাহিনীসহ সকল বাহিনীর হাতে গ্রেফতারের ক্ষমতা, নির্বাচন কমিশনের বিচার করার বিধি প্রণয়নের ও প্রার্থীতা বাতিলের ক্ষমতা; দেশী-বিদেশী পর্যবেক্ষকদের পর্যবেক্ষণের সুযোগ; নির্বাচনী মামলা সরাসরি হাই কোর্টে; রাজনৈতিক দলের ঐচ্ছিক নিবন্ধন প্রথা, প্রার্থীর জামানত ১০ হাজার টাকা ও নির্বাচনী ব্যয়সীমা ৫ লাখ টাকা; এবং রাজনৈতিক দলের রশিদ দিয়ে অনুদান গ্রহণ, হিসাবরক্ষণ ও নির্বাচনী ব্যয় সীমার বিধান।
  • ‘আওয়ামী লীগকে নির্বাচনে হারানোর জন্য অতি সূক্ষ ষড়যন্ত্র চলছে।’- মুক্তিযোদ্ধা সমাবেশে শেখ হাসিনা।
  • ‘আমরা নই. আ. লীগই সূক্ষ কারচুপি করতে চায়।’- জাতীয় পার্টির মনিরুল হক চৌধুরীর বিএনপিতে যোগদান অনুষ্ঠানে খালেদা জিয়া।

 

২০০২: বাপ্পীর হত্যাকারীর ফাঁসির দাবিতে ঢাকায় হাজার মানুষের বিক্ষোভ।

 

২০০৩:

  • আবার বিসিএস প্রশ্নপত্র ফাঁস।৬০-৬৫ প্রশ্নের হুবহু মিল। গ্রেফতার ৪। বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের মিছিল-ভাঙচুর।
  • জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ১ লাখ ৭২ হাজার ৫২০ ডলারসহ ইরাকি কূটনীতিক আটক।
  • নাইজেরিয়ায় ৪৮০০ শন্তিরক্ষী পাঠাচ্ছে বাংলাদেশ।

 

২০০৫:

  • ব্রিটিশ এয়ারওয়েজে বোমা হামলার হুমকি, ‘জিয়ায় ফ্লাইট বিলম্বিত।’
  • প্রধানমন্ত্রী জানেন না নাইকো এখনও অবৈধ সুবিধা পাচ্ছে।

 

২০০৬:

  • প্রস্তাবিত কর্ণফুলী সেতু পিলারের ওপর হলে সমস্য নেই।–চট্টগ্রামের প্রকৌশলীদের একাংশের অভিমত।
  • বিমানের কলকাতা ফ্লাইটে বোমাতঙ্ক, দমদমে তল্লাশি।
  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বৈতকর পরিহার চুক্তি স্বাক্ষর।
  • যুদ্ধাক্রান্ত লেবানন থেকে আরও ৩৫৮ বাংলাদেশীর প্রত্যাবর্তন।
  • মহিলা শ্রমিক দিগম্বরীর ঘটনায় সাভারে ইপিজেডে ভাঙচুর, দুই বিদেশী কর্মকর্তা চাকরিচ্যুত।

 

২০০৭:

  • বিমানে গত ৫ বছরে দুর্নীতি হয়েছে ৩১৫ কোটি টাকা।–টিআইবি।
  • এশিয়া এর্নাজির সাথে চুক্তি বাতিল ও দেশীয় কোম্পানি দ্বারা কয়লা উত্তোলনের দাবি জানিয়েছে গ্যাস-তেল কয়লা বিষয়ক নাগিরক কমিশন।

 

২০০৯: টিপাইমুখ নিয়ে লংমার্চ শুরু হয়েছে।

 

২০১০: অধিকাংশ সংসদীয় কমিটির নিয়মিত বৈঠক হয় না। স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। মন্ত্রণালয়ের সঙ্গে দ্বন্দ্ব। ঠিকমত প্রতিবেদন দেয়নি কোনো কমিটি।

 

২০১১:

  • জিয়া চ্যারিটেবল ট্রাস্টে আর্থিক অনিয়ম, অবৈধ উৎস থেকে অর্থ সংগ্রহ ও তা দাতব্য কাজে ব্যবহার না করার অভিয়োগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা। বিগত জোট সরকারের আমলে শেখ হাসিনরার বিরুদ্ধে মিগ-২৯ ফ্রিগেট ক্রয় ও বেপজার পরামর্শক নিয়োগ নিয়ে দুর্নীতির মামলাসহ আটটি মামলা করা হয়।
  • ‘১৯৬৯-এর গণঅভ্যুত্থানের সময় থেকে আমরা চিঠির খামের ঠিকানায় বাংলাদেশ লেখা শুরু করি। ….আমার অহংকার আমি বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমার বাবা, স্বামী ও ভাই মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁদের হত্যা করা হয়েছে। গণতন্ত্রের জন্য বাংলাদেশের সব হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। ‘- কালের কণ্ঠকে সাংসদ রওশন জাহান আলী।

 

২০১২:

  • ‘ঈদে বাড়ি গেলে তালা লাগিয়ে যান।’-স্বরাষ্ট্রমন্ত্রী।
  • বোমাং রাজা অং শৈপ্রু চেীধুরীর (৯৮) মৃত্যু।

 

তথ্যসূত্র: মুহাম্মদ হাবিবুর রহমানের বাংলদেশের তারিখ ও বিভিন্ন গণমাধ্যম