২১ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

৬ সেপ্টেম্বর, যে খ্যাতিমানদের হারিয়েছি এই দিনে

সমাজকাল ডেস্ক:

আজ শুক্রবার, ৬সেপ্টেম্বর। যে খ্যাতিমানদের হারিয়েছি এই দিনে। তাদের প্রতি শ্রদ্ধা।

৬ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৯তম (অধিবর্ষে ২৫০তম) দিন। বছর শেষ হতে আরো ১১৬ দিন বাকি।

এভাবে দিন আসে দিন যায়। অতীত কালের সময় বাড়ে। কোন না কোনভাবে প্রতিটি দিন হয় ইতিহাস। প্রতিদিন জন্ম নেয় অসংখ্য মানুষ। এরমধ্যে কেউ কেউ ইতিহাসের অংশ হন। খ্যাতিমানদের কেউ কেউ আবার চলে যান গড়ে। রয়ে যায় তাদের কর্ম।

বিখ্যাত ব্যক্তিরা আজকের এবং আগামীর জন্য অনুপ্রেরণা। তাই তাদের সম্পর্কে জানা আজকের প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। ইতিহাসের এসব বরেণ্য ব্যক্তিদের শ্রদ্ধাভরে স্মরণ করি। সবার নাম উল্লেখ করা সম্ভব হয়নি।

প্রজন্মের এই চাহিদাকে মাথায় রেখে সমাজকালের পাঠকদের জন্য প্রতিদিনের আয়োজন সেই সব আলোকিত ব্যক্তিদের স্মরণে, এই দিনে যাদের হারিয়েছি।

 

১৯০৭: সুলি প্রুদোম, ফরাসি সাহিত্যিক।

১৯৫৯: এডমুন্ড গোয়েন, ইংরেজ অভিনেতা।

১৯৭২:  উস্তাদ আলাউদ্দিন খাঁ, প্রখ্যাত বাঙালি সেতার ও সানাই বাদক হিসাবে পরিচিত সঙ্গীতজ্ঞ।

১৯৮২: অনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, খ্যাতনামা গণিতের অধ্যাপক। নোবেলজয়ী বিজ্ঞানী আবদুস সালামের শিক্ষক।

১৯৮৯: মোহাম্মদ ইব্রাহিম (চিকিৎসক), বাংলাদেশী চিকিৎসক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা। তাঁর হাত ধরেই বাংলাদেশে ডায়াবেটিক চিকিৎসার সূচনা হয়।

১৯৯০:  লেন হাটন, ইংরেজ ক্রিকেটার।

১৯৯৬:  সালমান শাহ, বাংলাদেশী চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।

১৯৯৭: পি. এইচ. নিউবি, ইংরেজ ঔপন্যাসিক ও বিবিসির ব্যবস্থাপনা পরিচালক।

১৯৯৮:  আকিরা কুরোসাওয়া, জাপানি চলচ্চিত্র পরিচালক।

২০১৭: লতফি জাদেহ, ইরানী ও আজারবাইজানী বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

 

তথ্যসূত্র: উইকিপিডিয়া ও ইতিহাস সম্পর্কিত বই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *