২৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

৫ আগস্ট: বাংলাদেশের ঘটনাবলী

 সমাজকাল ডেস্ক:

আজ ৫ আগস্ট সোমবার। দীর্ঘ নয় মাসের রক্ষক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। বাংলাদেশের এ দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী তুলে ধরা হলো সমাজকালের পাঠকদের জন্য।

 

১৯৭১: পূর্ব পাকিস্তানের সংকট সম্পর্কে পাকিস্তানি শ্বেতপত্র প্রকাশ।

 

১৯৭২: বাংলাদেশ-রুমানিয়া বাণিজ্য চুক্তি।

 

১৯৭৩: উপনির্বাচনের দুইটি আসনে আওয়ামী লীগের জয়।

 

১৯৭৪: সরকার কর্তৃক রপ্তানি উন্নয়ন কাউন্সিল গঠিত।

 

১৯৭৫: সাহিত্যিক সিকান্দার আবু জাফরের ইন্তেকাল।

 

১৯৭৬: তরুণ কবি মলয় ভৌমিকের পরলোকগমন।

 

১৯৭৭: জনাব শফিউল আজম নয়া পাট উপদেষ্টা।

 

১৯৭৮: ৩২ সদস্যের শিক্ষা উপদেষ্টা কমিটি গঠন।

 

১৯৭৯: পাটের মন্দা বাজার।

 

১৯৮৩:

  • চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
  • বন্যা পরিস্থিতির অবনতি। ঢাকা-চট্টগ্রাম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন।

 

১৯৮৪: ঢাকা বিমান বন্দরের অদূরে চট্টগ্রাম হইতে আগত অভ্যন্তরীণ ফ্লাইটের এফ-২৭ বিমান দুর্ঘটনায় ৫ জন ক্রুসহ ৪৭ জন নিহত।

 

১৯৮৫: মওদুদ আহমদের মন্ত্রীপরিষদে যোগদান।

 

১৯৮৯: সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি।

 

১৯৯০: বাংলাদেশ নাগরিকত্ব সংশোধনের ব্যাপারে শেখ হাসিনার নিন্দা।

 

১৯৯১: সংবিধান সংশোধনী বিল পাসের লক্ষ্যে জেলে এরশাদের সঙ্গে জাতীয় পার্টির নেতাদের দু’ঘন্টার বৈঠক করার অনুমতি দেওয়া হয়। এরশাদ সংসদীয় পদ্ধতির পক্ষে ভোট দেওয়ার নির্দেশ দেন।

 

১৯৯২:

  • শেখ হাসিনার ২৬ দিন পর দেশে প্রত্যাবর্তন।
  • সংসদ সচিবালয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি ও জাসদ (সিরাজ) এক ও অভিন্ন বক্তব্যের পৃথক ৬টি অনাস্থা প্রস্তাবের নোটিশ জমা দেয়।

 

১৯৯৪: বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক ৪ দফা দাবি আদায়ের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট শুরু।

 

১৯৯৭: ভারতীয় সেনাবাহিনী প্রধানের বাংলাদেশ সফরে ঢাকায় আগমন।

 

১৯৯৮: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের বাংলাদেশে ৫ বছরের জন্য হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স নিডস অ্যাসেসমেন্ট (হানা) প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে মানবিক সহায়তা ও প্রয়োজন নিরূপনে কর্মসূচি বাস্তবায়নের কার্যক্রম শুরু।

 

১৯৯৯: ৬টি বিশ্ববিদ্যালয়ে ৫ কোটি টাকার অনিয়ম।–প্রথম আলো।

 

২০০০:

  • বুড়িগঙ্গা বাঁচানো দাবিতে নৌকামিছিল।
  • প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের বাধাদান ও হামলার অভিযোগে ড. মোজাফফর আহমদের বিরুদ্ধে মামলা।

 

২০০১:

  • ‘তৈরি থাকুন, নির্বাচনে ডাক পড়তে পারে’- সশস্ত্র বাহিনীর প্রতি রাষ্ট্রপতি। স্পিকারকে ঢাকায় আসার অনুরোধ।
  • ‘তত্ত্ববধায়ক সরকারের আমলে বিচার বিভাগ পৃথক করা হবে।’ -উপদেষ্টা ইশতিয়াক আহমদ।

 

২০০২: ‘সরকার যত শিগগির সম্ভব সর্বাধুনিক জঙ্গি বিমান ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহের চেষ্টা করছে।’- বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে এক ভাষণদানকালে প্রধানমন্ত্রী।

 

২০০৩: বিশ্ববিদ্যালয়ে লাঠি হাতে ক্যাম্পাস ঘিরে রেখেছে ছাত্রদল।

 

২০০৪:

  • সিলেট শহরে তিনটি সিনেমা হলের সামনে বোমা বিস্ফোরণ। নিহত ১।
  • দৈনিক সংবাদ-এর সহকারী সম্পাদক সন্তোষ গুপ্ত (৭৯)-এর মৃত্যু।

 

২০০৫: মেহেরপুরের মুজিবনগরে বোমা হামলায় স্থানীয় বিএনপি সহ-সভাপতি আব্দুল মালেকসহ তিনজন আহত।

 

২০০৬:

  • সাবমেরিন কেনার স্বপ্ন নৌবাহিনীর।
  • ‘টাকা বানাতে ব্যাংক ডাকাতি করতে হয় না, প্রধানমন্ত্রীর ছেলেই প্রমাণ।’- শেখ কামালের জন্ম দিনে শেখ হাসিনা।

 

২০০৭:

  • ‘যার যা আছে তাই নিয়েই বন্যা পরিস্থিরি মোকাবিলা করুন।’ – জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা।
  • ৮০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। মারা গেছে ১২০। ‘বন্যাদুর্গত এলাকায় লঙ্গরখানা খোলা হবে না।’- উপদেষ্টা তপন চৌধুরী।

 

২০১০: জীববৈচিত্র সংরক্ষণের নামে সেন্ট মার্টিন দ্বীপে প্যারাবন সৃষ্টির জন্য ২০ কোটি টাকা অপচয়।

 

২০১১: ‘এই সরকারদলীয়রা কেবল খাবে, অন্যরা না খেয়ে থাকবে।’-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মানুষকে কম খেতে বাণিজ্যমন্ত্রীর পরামর্শ প্রসঙ্গে।

 

২০১২: জনগনের ক্ষমতায়ন মডেল নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন। বিশ্বের ৬৩ দেশের ৮০ জন প্রতিনিধি ঢাকায়।

 

২০১৩: সাঈদীর ফাঁসির রায়ের পর সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮৬ জন প্রতিনিধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আরও ৫৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য সাময়িক বরখাস্ত।

 

তথ্যসূত্র: মুহাম্মদ হাবিবুর রহমানের বাংলদেশের তারিখ ও বিভিন্ন গণমাধ্যম