সমাজকাল ডেস্ক :
আজ বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪। পৃথিবীর বয়স বাড়ছে। দীর্ঘ এই সময়ে ইতিহাসের পাতায় তৈরি হয়েছে সব নতুন নতুন ঘটনা। প্রতিনিদনই কোন না কোন ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে বিখ্যাত মানুষদের জন্মদিন, মৃত্যুদিন। রয়েছে উল্লেখ যোগ্য ঘটনা। ইতিহাসের এই বিশাল ভান্ডারের সবকিছু তুলে ধরা এক ধরণের অসম্ভব।
সমাজকালের পাঠকদের জন্য তুলে ধরা হলো এক নজরে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা ও বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো। ইউকিপিডিয়া ও দিবস নিয়ে প্রকাশিত গ্রন্থ থেকে এসব তথ্য নেয়া হয়েছে।
স্মরণীয় যত ঘটনা
১৭০০-তুরস্ক-রাশিয়া যুদ্ধ বিরতি।
১৭৭৬-মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা লাভ।
১৭৭৬-জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির পিতা বলে স্বীকৃতি পান।
১৮০২ – মার্কিন ওয়েস্ট পয়েন্ট সামরিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।
১৮৮৭-নিউইয়র্ক রাজ্যে দাসত্বপ্রথার বিলুপ্তি
১৮২৮ -উইলয়াম বেন্টিঙ্ক বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন।
১৮৪৮-কার্ল মার্কস ও ফ্রেডারিখ অ্যাঙ্গেলস কমিউনিস্ট পার্টির ইশতেহার প্রকাশ করেন।
১৮৮১-ভারতের শিলিগুড়ি ও দার্জিলিংয়ের মধ্যে প্রথম ট্রয়টেন চলাচল শুরু।
১৮৮৬-ফ্রান্সের জনগণ যুক্তরাষ্ট্রের জনগণকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয়।
১৯০৪-পানামা খালের খননকাজ শুরু।
১৯৩৫-লন্ডনে কিংসওয়ে শহরের দক্ষিণে অ্যাল্ডউইচ এবং দি স্ট্র্যান্ট স্ট্রিটের মাঝামাঝি স্থানের ওয়েস্টমিনস্টারে অবস্থিত বিবিসির সদরদপ্তর ‘বুশ হাউস’ ভবনটি প্রায় ১৩ বছরের নির্মাণকাল শেষে লর্ড ব্যালফারের নেতৃত্বে উন্মোচন করা হয়।
১৯৪২- ফিলিপাইন স্বাধীনতা ঘোষণা করে।
১৯৪৬- যুক্তরাষ্ট্র ফিলিপাইনের স্বাধীনতা ফিরিয়ে দিতে বাধ্য হয়।
জন্ম
১৮০৭-জুসেপ্পে গারিবালদি, আধুনিক ইতালির স্রষ্টা ও এক মহান বিপ্লবী।
১৯১০-অভিনেত্রী গ্লোরিয়া স্টুয়ার্ট।
১৯২৬- আলফ্রেদো দি স্তেফানো। তিনি একজন প্রাক্ত আর্জেন্টিনীয়-স্প্যানিশ ফুটবলার এবং কোচ। তাকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার গণ্য করা হয়। তবে আর্জোন্টাইন হলে তার মূল পরিচিতি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিমের খেলোয়াড় হিসেবে।
মৃত্যু
৯৮৭-জুমার নামাজের প্রচলিত খুতবা প্রণেতা ইবনে নাবাতা আল খাতিব।
১৮৩৮-ফরাসি কবি ও লেখক ফ্রান্সোয়া শাতুব্রায়ান।
১৯০১- ইয়োহানেস শ্মিট , একজন জার্মান ভাষাবিজ্ঞানী। একজন জার্মান ভাষাবিজ্ঞানী। তিনি ভাষার বিকাশে তরঙ্গ তত্ত্ব আবিষ্কার করেন। তিনি প্রখ্যাত ইন্দো-ইউরোপীয় শাস্ত্রজ্ঞ আউগুস্ট শ্লাইখারের কাছে সাংস্কৃতিক ভাষাতত্ত্ব অধ্যয়ন করেন। তিনি ইন্দো-ইউরোপীয় ভাষাসমূহের উপর,বিশেষ করে স্লাভীয় ভাষাসমূহের উপর বিশেষ গবেষণা করেন।
১৯০২ -স্বামী বিবেকানন্দ। আধুনিক ভারতের স্রষ্টা, লেখক এবং সন্ন্যাসী পরিব্রাজক। তিনি সঙ্গীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রি়য়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। তার পূর্বশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। অনেকে শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দুধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব বিবেকানন্দকে দিয়ে থাকেন।
১৯০৭- হিতবাদী সম্পাদক কালীপ্রসন্ন কাব্য বিশারদ।
১৯৩৪ – মারি ক্যুরি, নোবেল বিজীয় পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ। নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।তিনি প্রথম নারী বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার লাভ করেন। এই পোলীয় ও ফরাসী বিজ্ঞানী ১৯০৩ সালে তেজস্ক্রিয়তার উপর গবেষণার জন্য তার স্বামী পিয়ের ক্যুরি এবং তেজস্ক্রিয়তার আবিষ্কারক অঁরি বেকেরেলের সাথে যৌথভাবে নোবেল পুরস্কার পান। তিনিই প্রথম মহিলা বিজ্ঞানী যে বিজ্ঞানের দুইটি ভিন্ন শাখায় দুইবার নোবেল পেয়েছেন।
১৯৩৬-পিঙ্গলি ভেঙ্কাইয়া, স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের জাতীয় পতাকার নকশাকার।
২০২১-‘সালাম সালাম হাজার সালাম’ খ্যাত গানের গীতিকার ও বীর মুক্তিযোদ্ধা ফজল-এ-খোদা।