সমাজকাল ডেস্ক:
আজ ৪ আগস্ট রবিবার। দীর্ঘ নয় মাসের রক্ষক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। বাংলাদেশের এ দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী তুলে ধরা হলো সমাজকালের পাঠকদের জন্য।
১৯৭২: ভূমিহীন কৃষেকদের নিকট ১২ লক্ষ একর জমি বিনামূল্যে বন্দোবস্ত দেওয়ার সিদ্ধান্ত।
১৯৭৩:
- বন্যাকবলিত এলাকায় জরুরি ত্রাণব্যবস্থা চালু।
- বাংলাদেশ- বার্মা বাণিজ্য চুক্তি।
১৯৭৫: জেলা গভর্নরদের উদ্দেশে বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী খন্দকার মুশতাক আহমেদ বলেন, ‘ চিনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার হবে।’
১৯৭৬: রাজনৈতিক দল গঠনের নীতিমালা । কোনো দল কোনো মৃত বা জীবিত ব্যক্তিকে নিয়ে ব্যক্তিকেন্দ্রীক ভক্তি-বিশ্বাস গড়ে তুলতে পারবে না।
১৯৭৮: অভ্যন্তরীণ রুটে বিমানভাড়া শতকার ৬০ ভাগ বৃদ্ধি।
১৯৭৯: বানর রফতানি বন্ধের সিদ্ধান্ত।
১৯৮১: চট্টগ্রাম বিদ্রোহ ও প্রেসিডেন্ট জিয়া সম্পর্কে শ্বেতপত্র প্রকাশ।
১৯৮৩: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্রাশ ফায়ার, বোমাবাজি ও লাঠালাঠি।
১৯৮৪: এরশাদের বঙ্গবন্ধুর মাজার জিয়ারত।
১৯৯১: সংসদে বিরোধীদলের নেত্রী শেখ হাসিনার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চ থেকে হৈচৈ। ১ ঘন্টা ১০ মিনিট সংসদের কার্যক্রম বন্ধ।
১৯৯৪: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রলীগের ভয়াবহ বন্দুকযুদ্ধ।
১৯৯৮:
- ‘স্বচ্ছ ও জবাবদিহিমূলক একটি সরকারই সুশাসন নিশ্চিত করতে পারে।’- সুশাসন বিষয়ে একটি আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনে প্রধানমন্ত্রী।
- ‘তারা কান্নাকাটি করে, মাফ চেয়ে ক্ষমতায় গিয়ে এখন দেশবাসীকে কাঁদাচ্ছে।’- এক সমাবেশে খালেদা জিয়া।
- ‘দেশের ২৪ হাজার আইনজীবী যদি মাসে ১টা করে মামলা লিগ্যাল এইড হিসেবে নেয়, তাহলে কি আলাদা লিগ্যাল এইড প্রতিষ্ঠানের কোনো দরকার আছে?’- আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি হোসেন।
১৯৯৯: নারায়ণগঞ্জের পতিতাপল্লীর ঘটনায় সুফিয়া কামাল, ‘এটা উচ্ছেদ, পুর্নবাসন নয়। মেয়েদের ওপর এত বড় অন্যায় করা হলো অথচ একটা পুরুষ মানুষ মুখ খুললো না।’
২০০০:
- ‘রাষ্ট্রের অন্য দুটি অঙ্গের যদি জবাবদিহিতা থাকে তাহলে বিচারবিভাগের থাকবেনা কেন?’- সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রী।
- বিচারবিভাগের ত্রুটিবিচ্যুতির অভিযোগ ফেলে দিতে পারি না। তবে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের চেষ্টাও আছে।’ -প্রধান বিচারপতি।
২০০১: (১) সংসদ বর্জন নয়, (২) হরতাল নয়, (৩) সন্ত্রাস নয়, (৪) ভোট কেন্দ্রে স্থানীয় পর্যবেক্ষক, (৫) কমপক্ষে ৬০ মহিলা এমপি- এই পাঁচ প্রশ্নে আওয়ামী লীগ ও বিএনপি একমত হয়েছে- ঢাকা ত্যাগের আগে সাংবাদিক সম্মেলনে কার্টারের বক্তব্য।
২০০২: বান্দরবনে উপজাতীয় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ৮ জন নিহত।
২০০৩: ফ্রিগেড মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে চার্জশিটের প্রতিবাদে বিক্ষোভ।
২০০৪: ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বৈধ।’-হাইকোটের এক পূর্ণ বেঞ্চের রায়।
২০০৫: ২০ দিন আমেরিকা সফর শেষে শেখ হাসিনার ঢাকা প্রত্যাবর্তন।
২০০৬:
- স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ৭ উইকেটের ব্যবধানে বাংলাদেশের হার।
- ‘বাংলাদেশে আল কায়দার উপস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে সুনিদিষ্ট তথ্য নেই।’- পররাষ্ট্র দফতরের মুখপাত্র সিন ম্যাককর ম্যাক।
২০০৭:
- আইন উপদেষ্টার সাম্প্রতিক অভিমত – ‘এই সরকার ব্যর্থ হলে জনগণ দায়ী হবেন।’ সমালোচনা করে একাধিক ব্যক্তি মত প্রকাশ করেছেন বিবিসি বাংলাদেশ সংলাপে। তাদের কথায়, ‘জনগণ নয়, ব্যর্থ হলে সব দায় তত্ত্বাবধায়ক সরকারের। আইন উপদেষ্টার বক্তব্য আরও একটি অনির্বাচিত সরকারের ক্ষমতায় আসার ইঙ্গিত বহন করে।’
- ১৭ থেকে ৩০ বছর বয়সী বাংলাদেশীদের জন্য ব্রিটেনে ওয়ার্কিং হলিডে স্কিম চালু ।
- ‘রাজনীতিবিদদের বন্যার্তদের পাশে দাঁড়াতে বাধা নেই।’- সেনা প্রধান।
- কর ফাঁকির মামলায় বসুন্ধরার মালিকের বাড়ির সব মালামাল ক্রোক।
২০০৯:
- দুদকের জিয়া অরফ্যানেজ ট্রাস্টের দুর্নীতির মামলায় খালেদা জিয়া ও তারেকের বিরুদ্ধে চার্জশিট।
- পাবর্ত্য শান্তি চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ চাইলেন সন্তু লারমা।
- ১১ জানুয়ারির পট পরিবর্তনে কূটনীতিকদের কোন হাত ছিল না বলে প্রাক্তন ব্রিটিশ হাইকমিশনারের বক্তব্য।
২০১০: বাংলাদেশ ব্যাংক থেকে চার বছরে শতাধিক কর্মকর্তা বেসরকারি ব্যাংকে।
২০১১:
- সংসদ- সদস্য আসিফা পাপিয়াসহ তিন আইনজীবী গ্রেফতার। সুপ্রিমকোর্টে ডিবি পুলিশকে মারধর। গ্রেফতার এড়াতে সমিতিকক্ষে আইনজীবীদের আবস্থান।
- ‘আওয়ামী লীগ ব্যাগভর্তি ভারতীয় রুপি নিয়ে ক্ষমতায় এসেছে।’- ইকনমিস্টে প্রকাশিত এই রিপোর্ট ভিত্তিহীন, পররাষ্ট্রমন্ত্রণালয়।
২০১২: নির্বাচন নিয়ে টানাপোড়েন, ব্যবসার পরিবেশ বিঘ্নিত।
২০১৩:
- ‘ভোট আমানত, অপাংক্তেয়দের নির্বাচিত করা হলে, আমানতের খেয়ানত করা হবে।’-কুড়িল ফ্লাইওভার উদ্বোধনে প্রধানমন্ত্রী।
- মাসে শত কোটি টাকা জমা দেওয়ার শর্তে জামিন পেল হলমার্ক চেয়ারম্যান জেসমিন ইসলাম।
তথ্যসূত্র: মুহাম্মদ হাবিবুর রহমানের বাংলাদেশের তারিখ ও বিভিন্ন গণমাধ্যম