সমাজকাল প্রতিবেদক :
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হচ্ছে বাংলা ভাষাভিত্তিক সাহিত্যপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আয়োজন—৩৪তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। আগামী ২৩ মে (শুক্রবার) সন্ধ্যা ৬টায় জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জনপ্রিয় লেখক ও চলচ্চিত্র নির্মাতা সাদাত হোসাইন।
চার দিনব্যাপী এ বইমেলা চলবে ২৩ থেকে ২৬ মে পর্যন্ত। আয়োজক সংস্থার পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের বইমেলায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আমেরিকা ও কানাডা থেকে বিশিষ্ট সাহিত্যিক ও কবিরা অংশ নেবেন। পাশাপাশি থাকবে বিভিন্ন প্রকাশনা সংস্থার নতুন ও জনপ্রিয় বইয়ের প্রদর্শনী ও বিক্রয়, সাহিত্য আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু-কিশোরদের জন্য আলাদা আয়োজন।
বইমেলার উদ্বোধক সাদাত হোসাইন ইতোমধ্যে তার সাহিত্যকর্ম ও চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে বিশ্বজুড়ে বাংলা ভাষার পাঠকের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। তার উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে—
‘কালি ও কলম সাহিত্য পুরস্কার’ (আইএফআইসি ব্যাংক নিবেদিত),
‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’,
‘শুভজন সাহিত্য সম্মাননা’,
‘এসবিএসপি-আরপি ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার’,
‘জেসিআই অ্যাওয়ার্ড ২০১৩ (সংস্কৃতিতে অবদানের জন্য)’,
এবং পশ্চিমবঙ্গের ‘চোখ সাহিত্য পুরস্কার ২০১৯’।
চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি প্রশংসিত। তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে—‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র পুরস্কার ২০১৬’।
নিউ ইয়র্ক বইমেলা শুধু প্রবাসী বাঙালিদের মিলনমেলাই নয়, বরং বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে। এবারের মেলাও তার ব্যতিক্রম হবে না বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।