২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

২ সেপ্টেম্বর, এদিনের উল্লেখযোগ্য ঘটনা

সমাজকাল ডেস্ক:

আজ সোমবার, ২ সেপ্টেম্বর। এ দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী তুলে ধরা হলো। প্রজন্ম থেকে প্রজন্মের জানার অবশ্যই দরকার আছে, এ দিন কি ঘটেছিল অতীতে।

২ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৫তম (অধিবর্ষে ২৪৬তম) দিন। বছর শেষ হতে আরো ১২০ দিন বাকি।

এভাবে দিন আসে দিন যায়। অতীত কালের সময় বাড়ে। কোন না কোনভাবে প্রতিটি দিন হয় ইতিহাস। অতীত দিনের ইতিহাসের দিনপঞ্জী বর্তমান এবং ভবিষ্যতের জন্য গুরুত্ববহ। কি হয়েছিল এই দিনে?

জানতে চায় আজকের পাঠক। সব ঘটনাতো আর উল্লেখ করা সম্ভব নয়, তবে কিছু ঘটনা স্মরণ করা যায়। প্রজন্মের এই চাহিদাকে মাথায় রেখে সমাজকালের পাঠকদের জন্য প্রতিদিনের আয়োজন ইতিহাসে আজকের ঘটনা।

 

৩১ খৃস্টপূর্ব: রোমান গৃহযুদ্ধ- গ্রীসের পশ্চিম উপকূলের অ্যাক্টিয়ামের যুদ্ধে অক্টোভিয়ান মার্ক আন্টনি ও ক্লিওপেট্রার সৈন্যদের পরাস্ত করেন।

৪৪ খৃস্টপূর্ব: মিশরের ফারাও সপ্তম ক্লিওপেট্রা তার পুত্র পঞ্চদশ টলেমি সিজারিয়নকে সহকারী শাসক হিসেবে ঘোষণা করেন।

১৬৪৯: ইতালির ক্যাস্টো শহর পোপ দশম ইন্নোসেন্টের সৈন্যদের দ্বারা সম্পূর্ণভাবে ধ্বংস হয়।

১৬৬৬: লন্ডনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০,০০০ বাড়ি পুড়ে যায় (সেন্ট পলের ক্যাথেড্রালসহ)। এই অগ্নিকাণ্ড প্রায় তিন দিন যাবৎ চলে।

১৭৫২: যুক্তরাজ্য গ্রেগারিয়ান দিনপঞ্জি গ্রহণ করে নেয়।

১৭৯২: ফরাসি বিপ্লব সময় বিপ্লবীরা তিনজন রোমান ক্যাথলিক বিশপ ও প্রায় দুইশত পুরোহিতকে হত্যা করে। এই ঘটনা সেপ্টেম্বর গণহত্যা নামে পরিচিত।

১৮০১: ফ্রান্সের বিরুদ্ধে ওসমানীয় ও বৃটিশ সেনাদের ব্যাপক যুদ্ধের পর অবশেষে ফরাসী বাহিনী পরাজিত হয়ে মিশর ত্যাগ করতে বাধ্য হয়।

১৮৭০: ফ্রাঙ্কো-প্রুশিয়ান যুদ্ধ – যুদ্ধে প্রুশিয়া ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন ও তার ১০০,০০০ সৈন্যকে বন্দি করে।

১৯১৪: রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের নাম পরিবর্তন করে রাখা গয় পেট্রোগার্ড।

১৯৩৯: দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে যুদ্ধের সূচনা করে।

১৯৩৯: ব্রিটেনে ১৯ থেকে ৪১ বছর বয়সী পুরুষদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়।

১৯৪৫: দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। টোকিও উপসাগরে জাপান আত্মসমর্পণ করে।

১৯৪৫: ভিয়েতনাম ফ্রান্সের থেকে স্বাধীনতা ঘোষণা করে।

১৯৪৭: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস নামক সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়।

১৯৪৯: জাপানি আক্রমণে চীনের চান-কিঙ-এ ১৭০০ জন নিহত হয়।

১৯৫৮: চীনের প্রথম টেলিভিশন স্টেশন পিকিং এ চালু হয়।

১৯৭০: নাসা (NASA) দুইটি অ্যাপোলো (Apollo) চন্দ্র অভিযান বাতিল ঘোষণা করে।

১৯৮১: বেলিজ স্বাধীনতা লাভ করে।

১৯৮৫: চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ভারতবর্ষের অনন্য চলচ্চিত্র উৎকর্ষ কেন্দ্র নন্দন উদ্বোধন করেন।

১৯৯১: যুক্তরাষ্ট্র এস্তেনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়াকে স্বীকৃতি দেয়।

২০০৫: চট্টগ্রামে চিলড্রেন ক্যান্সার হোম উদ্বোধন হয়।

 

তথ্যসূত্র: উইকিপিডিয়া ও ইতিহাস সম্পর্কিত বই