সমাজকাল ডেস্ক :
আজ শুক্রবার, ২ মে। ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের জন্মদিন যাঁরা তাঁদের কর্মে, চিন্তায় ও সৃষ্টিতে আলোকবর্তিকা হয়ে আছেন মানবসমাজের পথচলায়। সাহিত্য, দর্শন, রাজনীতি, সংগীত, অভিনয়, বিজ্ঞানে অবিস্মরণীয় অবদান রাখা এইসব গুণীজনদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
আজকের দিনে জন্ম নেওয়া বিশিষ্টজনরা:
🔹 হেদার গ্রাহাম (Heather Graham, ১৯৭০)
হলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী তাঁর অভিনয়জীবন শুরু করেন টেলিভিশন সিরিজ দিয়ে। পরবর্তীতে Boogie Nights, Austin Powers, এবং Drugstore Cowboy ছবিতে তাঁর সাহসী ও চরিত্রভিত্তিক পারফরম্যান্স প্রশংসিত হয়। চলচ্চিত্রের পাশাপাশি তিনি সমাজসেবামূলক কাজেও যুক্ত।
🔹 ডেভিড বেকহ্যাম (David Beckham, ১৯৭৫)
ইংল্যান্ডের অন্যতম বিখ্যাত মিডফিল্ডার, যিনি ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও এলএ গ্যালাক্সির মতো ক্লাবের হয়ে খেলেছেন। ২০০১ সালে তিনি ফিফা বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হন। খেলার বাইরে ফ্যাশন ও মানবাধিকার নিয়ে কাজ করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন।
🔹 ভ্যালেরি গিসকার্দ দ’এস্তাঁ (Valéry Giscard d’Estaing, ১৯২৬–২০২০)
ফরাসি রাজনীতিতে আধুনিকীকরণ ও উদারনৈতিক সংস্কারের জন্য পরিচিত। তিনি ইউরোপীয় একীভবনের প্রবক্তা ছিলেন এবং ইউরোপীয় সংবিধানের খসড়া তৈরিতে মুখ্য ভূমিকা পালন করেন। তাঁর শাসনামলে ফ্রান্সে নারীর অধিকার ও অর্থনৈতিক উন্নয়নের পথে বড় পরিবর্তন আসে।
🔹 বিং ক্রসবী (Bing Crosby, ১৯০৩–১৯৭৭)
২০ শতকের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা। তাঁর গাওয়া White Christmas এখনো ইতিহাসের সর্বাধিক বিক্রীত একক গান। ক্রসবী রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি আধুনিক মাইক্রোফোন প্রযুক্তি ব্যবহারে পথিকৃৎ ছিলেন।
🔹 ড. বেঞ্জামিন স্পক (Dr. Benjamin Spock, ১৯০৩–১৯৯৮)
শিশু পালনে বিজ্ঞানভিত্তিক ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা। তাঁর বই The Common Sense Book of Baby and Child Care ১৯৪৬ সালে প্রকাশিত হওয়ার পর থেকে ৫০ কোটিরও বেশি কপি বিক্রি হয়। আধুনিক অভিভাবকত্বে তিনি এক বিপ্লবের জন্ম দেন।
🔹 লরেন্স রে কজওয়েল (Lawrence Ray Kozweil, ১৯১৭–১৯৮৩)
পারমাণবিক পদার্থবিজ্ঞানের প্রাথমিক পর্যায়ের একজন পথিকৃৎ। নিউট্রন বিক্রিয়া ও পরমাণু গবেষণায় তাঁর কাজ পরবর্তী গবেষণায় ভিত্তিপ্রস্তর হয়ে ওঠে। তিনি নানা আন্তর্জাতিক প্রকল্পে গবেষণা নেতৃত্ব দেন।
🔹 এলিসি সেগার (Elzie Crisler Segar, ১৮৯৪–১৯৩৮)
Popeye the Sailor Man চরিত্রের স্রষ্টা, যিনি ১৯২৯ সালে প্রথম কার্টুন হিসেবে এটি প্রকাশ করেন। পোপাই চরিত্রটি আধুনিক কার্টুন ও শিশু বিনোদনের জগতে এক যুগান্তকারী সংযোজন।
🔹 ড. ফ্রান্সিস লার্সেন (Francis Larsen, ১৯২০–২০০০)
ডেনিশ দার্শনিক ও অনুবাদক যিনি হেগেল ও কিয়ের্কেগোর দর্শনের আধুনিক ভাষ্যকার হিসেবে খ্যাত। ইউরোপীয় উচ্চশিক্ষা ও দর্শনে তাঁর ব্যাখ্যা আজও প্রশংসিত।
এই সব জ্ঞানী, সৃষ্টিশীল ও প্রভাবশালী মানুষের জন্মদিনে তাঁদের জীবন ও অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সমাজকাল। তাঁদের আলো আমাদের পথ দেখাক।