সমাজকাল ডেস্ক :
আজ শুক্রবার ২ আগস্ট। যে খ্যাতিমানদের হারিয়েছি এই দিনে। তাদের প্রতি শ্রদ্ধা।
গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে ২ আগস্ট বছরের ২১৪তম (অধিবর্ষে ২১৫তম) দিন। বছর শেষ হতে আরো ১৫১ দিন বাকি রয়েছে।
এভাবে দিন আসে দিন যায়। অতীত কালের সময় বাড়ে। কোন না কোনভাবে প্রতিটি দিন হয় ইতিহাস। প্রতিদিন জন্ম নেয় অসংখ্য মানুষ। এরমধ্যে কেউ কেউ ইতিহাসের অংশ হন। খ্যাতিমানদের কেউ কেউ আবার চলে যান গড়ে। রয়ে যায় তাদের কর্ম।
বিখ্যাত ব্যক্তিরা আজকের এবং আগামীর জন্য অনুপ্রেরণা। তাই তাদের সম্পর্কে জানা আজকের প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। ইতিহাসের এসব বরেণ্য ব্যক্তিদের শ্রদ্ধাভরে স্মরণ করি। সবার নাম উল্লেখ করা সম্ভব হয়নি।
প্রজন্মের এই চাহিদাকে মাথায় রেখে সমাজকালের পাঠকদের জন্য প্রতিদিনের আয়াজন সেই সব আলোকিত ব্যক্তিদের স্মরণে, এই দিনে যাদের হারিয়েছি।
৮৫৫ : আহমদ বিন হাম্বল, আরব ধর্মতত্ত্ববিদ এবং আইনবিদ।
১৮৪৪ : রামকমল সেন, এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সচিব, অভিধান প্রণেতা ও ব্যাঙ্ক অফ বেঙ্গলের আজীবন দেওয়ান।
১৮৪৯ : মুহাম্মদ আলি পাশা, উসমানীয় সেনাবাহিনীর একজন উসমানীয় আলবেনীয় কমান্ডার।
১৯২২ : আলেকজান্ডার গ্রাহাম বেল
আলেকজান্ডার গ্রাহাম বেল প্রখ্যাত বিজ্ঞানী ও উদ্ভাবক। তিনি টেলিফোনের অন্যতম আবিষ্কারক হিসেবে সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন। তাকে ডাকা হতো বোবাদের পিতা তথা দ্য ফাদার অফ দ্য ডিফ নামে।
তার বাবা, দাদা এবং ভাই সবাই একক অভিনয় ও বক্তৃতার কাজে জড়িত ছিলেন এবং তার মা ও স্ত্রী উভয়েই ছিলেন বোবা। এ কারণেই বোবাদের জীবনযাত্রার মান উন্নয়নে তিনি অনেক গবেষণা করেছেন।
টেলিফোন উদ্ভাবনের আগে থেকেই তিনি শ্রবণ ও কথন সংশ্লিষ্ট গবেষণায় নিয়োজিত ছিলেন। ১৮৭৬ সালে তাকে টেলিফোনের প্রথম মার্কিন পেটেন্টের সম্মানে ভূষিত করা হয়।
১৯২৩ : ওয়ারেন জি. হার্ডিং, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৯তম রাষ্ট্রপতি।
১৯৩৪ : পল ভন হিন্ডেনবার্গ, জার্মানীর তৎকালীন প্রেসিডেন্ট ও প্রথম বিশ্বযুদ্ধে জার্মানীর সেনাবাহিনীর সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল।
১৯৭৬ : ফ্রেডিরিক এ্যান্টন ক্রিস্টিয়ান ল্যাং, অস্ট্রীয়-মার্কিন চলচ্চিত্র নির্দেশক, চলচ্চিত্রকার।
১৯৮০ : রামকিঙ্কর বেইজ
রামকিঙ্কর বেইজ ছিলেন একজন ভারতীয় বাঙালি ভাস্কর। তিনি ছিলেন প্রথম ভারতীয় শিল্পী যিনি আধুনিক পাশ্চাত্য শিল্প অধ্যয়ন করে সেই শৈলী নিজের ভাস্কর্যে প্রয়োগ করেন।
রামকিঙ্কর পোস্টার, থিয়েটারের সিন ,এমনকি পুতুল তৈরি করে জীবিকা নির্বাহ করতেন। বিশিষ্ট সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের নজরে পড়েন তিনি। তাকে নিয়ে আসা হয় শান্তিনিকেতনের কলাভবনে।
১৯ বছরের রামকিঙ্করের কাজ দেখে মুগ্ধ হন নন্দলাল বসু।১৯২৫ সালে নন্দলালের ছাত্র হয়ে রামকিঙ্কর ঢুকলেন শান্তি নিকেতনের কলাভবনে থাকলেন একটানা ৪৬ বছর। তিনি অবসর নেন ভাস্কর্য বিভাগের প্রধান হয়ে ।
রামকিঙ্করের ভাস্কর্য গুলি আকৃতিতে বেশ বড়। তিনি চোখের সামনে যা দেখেন তাই হয় মডেল। তার উল্লেখযোগ্য ভাস্কর্য হল সাঁওতাল রমণী, সাঁওতাল পরিবার ,গান্ধীজি ইত্যাদি। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বানিয়েছিলেন। তাকে ভারতীয় শিল্পে আধুনিকতার জনকও অন্যতম শ্রেষ্ঠ শিল্পী মনে করা হয়।
১৯৯৩ : কমল মিত্র, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।
২০০২ : ক্রিস্টেন নিগার্ড, নরওয়েজীয় গণিতবিদ, কম্পিউটার প্রোগ্রামিং ভাষা মুঘল ও রাজনীতিবিদ।
২০১৬ : আহমেদ হাসান
মিশরীয়-মার্কিন বিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী। আহমেদ হাসান একজন তিনি ১৯৯৯ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
হাসান ১৯৪৬ সালের ২৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। আলেক্সান্দ্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে ১৯৬৭ সালে ব্যাচেলর অব সায়েন্স এবং ১৯৬৯ সালে মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন।
তিনি পেন্সিল্ভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৬ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে শিক্ষক হিসেবে যোগদান করেন।
তথ্যসূত্র: উইকিপিডিয়া ও ইতিহাস সম্পর্কিত বই