২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

২ আগস্ট : বাংলাদেশের উল্লেখযোগ্য ঘটনা

 

সমাজকাল ডেস্ক :

আজ ২ শুক্রবা। দীর্ঘ নয় মাসের রক্ষক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। বাংলাদেশের এ দিনের গুরুত্বপূর্ন ঘটনাবলী তুলে ধরা হলো সমাজকালের পাঠকদের জন্য।

১৯৭১ : আওয়ামী লীগ সাংগঠনিক কমিটির বৈঠকে ‘মুজিববাদ’ প্রতিষ্ঠার শপথ।

বংলাদেশকে বলিভিয়ার স্বীকৃতি।

১৯৭৩:  কুষ্টিয়ার মিরপুর থানার আমলা ফাঁড়িতে হামলা।

১৯৭৪:  জাতিসংঘের ত্রাণবিষয়ক সাবেক প্রধান ড: ভিক্টর এইচ, উমব্রিখ,টের ঢাকায়।

১৯৭৭:       পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের উদ্দেশে জিয়া, ‘পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এখন আমরা স্বাধীন।

১৯৭৮:  যুক্তরাষ্ট্রের ২ লক্ষ টন গমদান।

১৯৭৯: টেলিফোন শিল্পসংস্থায় ধর্মঘট।

 

১৯৮০:

১. একটিমাত্র শিক্ষবোর্ড গঠনের সিদ্ধান্ত।

২. করাচি বন্দরে বাংলার বাণী জাহাজে অগ্নিকাণ্ড।

১৯৮৩: আওয়ামী লীগ (হাসিনা) থেকে মহিউদ্দিন-রাজ্জাকসহ ৬ জনকে অব্যাহতি।

১৯৮৫:

১.৪ জন মন্ত্রী ও ২ জন উপমন্ত্রীর শপথ গ্রহণ।

২.এভারেস্ট বিজয়ী এডমণ্ড হিলারির ঢাকা আগমন।

১৯৮৭:  লন্ডনে সাবেক প্রেসিডেন্ট বিচারপতি আবু সাঈদ চৌধুরী (৬৭)-র মৃত্যু।

 

১৯৯১: অস্থায়ী রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, সংবিধান সংশোধনী  বিল পাসে আওয়ামী লীগ রাজি নাও হতে পারে। অস্থায়ী রাষ্ট্রপতি বলেন, ‘সংবিধান সংশোধনী বিল পাস না হলে তিনি পদত্যাগ করবেন। ‘ 

১৯৯২:  জাতীয় সংসদে বিরোদী সদস্যরা সন্ত্রাস ও আইন-শৃঙ্খলার চরম অবনতিতে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

১৯৯৪:  ঢাকা সাংবাদিক ইউসনয়নের ডাকে ২ ঘন্টা প্রতীকী ধর্মঘট পালিত।

 

১৯৯৯: ১.বাংলাদেশের মধ্য দিয়ে ভারতীয় পণ্য চলাচলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপিসহ চারদলের লাগাতার ৩০ ঘন্টার ধর্মঘট, আহত ২৫, গ্রেফতার ১৬।

২.জাহাঙ্গীরন নগর বিশ্ববিদ্যালয়ে জঙ্গি ছাত্রীরা ধর্ষণের দায়ে অভিযুক্ত সন্ত্রাসীদের ক্যাম্পাস থেকে উৎখাত।

  ৩. প্রধানমন্ত্রীর জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার সন্মানসূচক সিরিজ পদক লাভ।

২০০১:

  • তত্ত্বাবধায়ক সরকারের পদক্ষেপে জিমি কার্টারের সন্তোষ। প্রধান উপদেষ্টা কর্তৃক আয়োজিত কার্টারের সন্মানে মধ্যাহ্ন ভোজনে মেখ হাসিনা ও খালেদা জিয়ার উপস্থিতি। সালাম বিনিময়, কোন কথা হয়নি।
  • ১৬ আগস্ট শেখ হাসিনা গণভবন ছেড়ে দেন।

২০০২:

  • পাকিস্তানের ৫১টি সংগঠন এক যৌথ বিবৃতিতে একাত্তরের বাড়াবাড়ি ও নৃশংসতার জন্য প্রেসিডেন্ট মোশাররফের দুঃখ প্রকাশের বিবৃতির প্রশংসা করে বলেন, ‘ঐতিহাসিক ভুলের কথা স্বীকার করে ও আন্তরিক ক্ষমা প্রার্থনা করে একটি বার্তা প্রেরণের প্রয়োজনীয়তা আছে বলে আমরা গভীরভাবে উপলব্ধি করি।’

২০০৩:

১.অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে ওয়ার্ড কমিশনার খাজা হাবিব ও তাঁর দুই সহযোগীর ২৭ বছর জেল।

২.ঢাকা বিশ্ববিদ্যালয় অচল। ছাত্রলীগ কর্মীদের ঢুকতে দেয়নি ছাত্রদল। ক্যাম্পাসের প্রবেশপথে মারধর। বাস ভাঙচুর।

২০০৪:

১. র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন আব্দুল্লাহ আবু সায়ীদ।

২০০৬:

১.  ময়মনসিংহের ভালুকা উপজেলায় গহীন জঙ্গলে এক কাওমি মাদরাসায় প্রশিক্ষণরত অবস্থায় ২৬ জন ইসলামি জঙ্গি গ্রেফতার। গ্রেফতারকৃত জঙ্গি নেতা আবদুর রউফ আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত ছিলেন এবং আফগানিস্তানে যুদ্ধ করেন?

২. খুলনায় বিএনপির বিবাদমান দুই গ্রুপের শো ডাউনে পুলিশের সঙ্গে কর্মী-সমর্থকদের সংঘর্ষ, এমপি লবিসহ আহত ৪০।

২০০৭:

১. ২২তলা র‌্যাংগস ভবনের ছয় তলা ছাড়া ওপরের অংশে অবৈধ ঘোষণা করেন সুপ্রিমকোর্ট।

২. কিশোর রাকিবের বুদ্ধিমত্তায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল উপকূল এক্সপ্রেস ট্রেনটি।

৩. ‘উপদেষ্টা পরিষদের সদস্যরা যদি সচেতন হন তাহলে তাঁরা নিজেদের উদ্যোগেই  সম্পদের হিসাব দেবেন। জোর করে তাঁদের কাছ থেকে সম্পদের হিসাব চাইতে পারিনা, চাইলে তা ধৃষ্টতা হবে। আর এ নিয়ে ভুল বোঝাবুঝিও হতে পারে। তবে আমি মনে করি, মনের জোর থাকলে কারো পক্ষেই সম্পদের হিসাব দিতে  অসুবিধা হওয়ার কথা নয়।’- দুদক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।

৪. শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ।

২০০৯:

১. আদেশে পদ্ধতিগত ভুল থাকার জন্য দুই বিচারকের অবসর আদেশ প্রত্যাহার।

২. ঢাবি-র ছাত্র-শিক্ষক নির্যাতনের তদন্ত করবে সংসদীয় কমিটি।

২০১১:

১. হাইকোটের মন্তব্য: সংবিধান ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো দৃষ্টতাপূর্ণ বক্তব্য সহ্য করা হবে না। আদেশে খালেদা জিয়ার প্রসঙ্গ এলে আইনজীবীদের মধ্যে হাতাহাতি। আদালতের দিকে ভাঙািএকটা প্লাস্টিক টুকরা নিক্ষেপ। আমিনী ৫০ মিনিট কাঠগড়ায় দাঁড়িয়ে।

২. একসময় বাংলাদেশকে বলা হত ‘ফ্রস্টিয়ার ইকোনমি’। এখন বলা হচ্ছে ফ্রি জি- গ্লোবাল গ্রোথ জেনারেটর।– যুক্তরাষ্ট্রের মার্কুয়েট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুর রহিম চৌধুরী।

২০১২.

১. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, পাঁচ শিক্ষার্থী গুলিবিদ্ধ, উপাচার্য লাঞ্ছিত, ব্যাপক ভাঙচুর ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ।

তথ্য : মুহাম্মদ হাবিবুর রহমানের বাংলাদেশের তারিখ ও বিভিন্ন গণমাধ্যম