২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

২ আগস্ট, এদিনের উল্লেখযোগ্য ঘটনা

সমাজকাল ডেস্ক:

আজ শুক্রবার ২ আগস্ট। এ দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী তুলে ধরা হলো। প্রজন্ম থেকে প্রজন্মের জানার অবশ্যই দরকার আছে, এ দিন কি ঘটেছিল অতীতে।

গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে ২ আগস্ট বছরের ২১৪তম (অধিবর্ষে ২১৫তম) দিন। বছর শেষ হতে আরো ১৫১ দিন বাকি রয়েছে।

এভাবে দিন আসে দিন যায়। অতীত কালের সময় বাড়ে। কোন না কোনভাবে প্রতিটি দিন হয় ইতিহাস। অতীত দিনের ইতিহাসের দিনপঞ্জী বর্তমান এবং ভবিষ্যতের জন্য গুরুত্ব বহন। কি হয়েছিল এই দিনে?

জানতে চায় আজকের পাঠক। সব ঘটনাতো আর উল্লেখ করা সম্ভব নয়, তবে কিছু ঘটনা স্মরণ করা যায়। প্রজন্মের এই চাহিদাকে মাথায় রেখে সমাজকালের পাঠকদের জন্য প্রতিদিনের আয়োজন ইতিহাসে আজকের ঘটনা।

 

১৭১৮ :  স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ড- এই চতুঃশক্তির মৈত্রী জোট হয়।

 

১৭৬৩‌ : মুর্শিদাবাদ দখলের পর ব্রিটিশ সৈন্যবাহিনী মিরকাশিমের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধে মিরকাশিম পরাস্ত হন।

 

১৭৯০ : মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি হলো দেশটির সংবিধানের আইন দ্বারা বাধ্যতামূলক। এটি প্রতি দশ বছরে সঞ্চালিত হয়। আমেরিকান বিপ্লবের পর প্রথম আদমশুমারি ১৭৯০ সালে সেক্রেটারি অফ স্টেট টেমাস জেফারসনের অধীনে নেওয়া হয়েছিল।

সেই সময় থেকে ২৩ টি ফেডারেল আদমশুমারি হয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রে অঞ্চলগুলো অন্তর্ভূক্ত রয়েছে।

 

১৮৫৮ : ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার গ্রহণ করে এবং ভারতের সর্বোচ্চ শাসককে ‘ভাইসরয়’ পদবি দেওয়া হয়।

 

১৯১৪ : সোভিয়েত সেনাবাহিনী পূর্ব প্রুশিয়া দখল করে।

 

১৯২২ :  চীনে টাইফুনের আঘাতে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

 

১৯৩৪:  জার্মানির স্বৈরশাসক রূপে এডলফ হিটলারের আত্মপ্রকাশ ঘটে।

 

১৯৩৫ :  গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট জারি।

১৯৩২ সালের নভেম্বরে মাসে লন্ডনে তৃতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। কংগ্রেস যথারীতি ওই বৈঠকে অংশ নেয়নি। সেখানে অন্যান্য দল ও সম্প্রদায়ের অনেক কম সংখ্যক প্রতিনিধি এই বৈঠকে যোগদান করেছিলেন।

বৈঠকে তারা ভবিষ্যতের শাসনতন্ত্রে কয়েকটি প্রগতিশীল ব্যবস্থা গ্রহণ করতে চাইলে তারা ব্রিটিশি সরকার তা প্রত্যাখ্যান করে। তবে ওই বৈঠক এবং পরবর্তী আলোচনা সমূহের ফলশ্রুতি হিসাবে ১৯৩৫ সালে ভারত আইন বিধিবদ্ধ হয়।

১৯৩৩ সালে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত জয়েন্ট সিলেক্ট কমিটির রিপোর্ট, ব্রিটিশ সরকারের প্রকাশিত শ্বেতপত্র বা সরকারি দলিল প্রভৃতির সুপারিশ ও আলোচনার ভিত্তিতে ব্রিটিশ সরকার ১৯৩৫ সালে ভারত শাসন আইন রচনা করে।

১৯৩৪ সালে আইন অমান্য আন্দোলন প্রত্যাহারের পর ১৯৩০ ও ১৯৪০ এর দশকে ভারতে জাতীয়তাবাদী আন্দোলন দুটি ধারায় চলতে থাকে। একটি কংগ্রেসের নেতৃত্বে জাতীয় আন্দোলন, অপরটি বামপন্থীদের নেতৃত্বে বামপন্থী আন্দোলন।

নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে কংগ্রেস স্বাধীনতা লাভের পক্ষপাতি ছিল এবং বামপন্থীরা গণ আন্দোলনের মধ্য দিয়ে দেশের শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের বিভিন্ন দাবিদাওয়া আদায়ের ব্যাপারে সচেষ্ট ছিলেন। এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ভারতীয়দের সন্তুষ্ট করার জন্য ১৯৩৫ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন প্রণয়ন করে।

 

 

১৯৫৩ :  ভারতে গভর্নমেন্ট অব ইন্ডিয়া জারি করা হয়।

 

১৯৫৫ :  সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।

 

১৯৭২ :  বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বলিভিয়া।

 

১৯৯০ :  ইরাকি ট্যাঙ্ক ও পদাতিক বাহিনী কুয়েত দখল করে।

 

২০১০ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেতন-ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর প্রশাসনের পুলিশ বাহিনী অতর্কিতে হামলা চালায়।

 

২০১৮ : সাঁওতালি উইকিপিডিয়ার যাত্রা শুরু।

 

তথ্যসূত্র: উইকিপিডিয়া ও ইতিহাস সম্পর্কিত বই