২০১২ সালে নিখোঁজ মার্কিন সাংবাদিক অস্টিন টাইসের মৃত্যুদণ্ড কার্যকর, সিরিয়ায় ২০১২ সালে নিখোঁজ হওয়া মার্কিন সাংবাদিক অস্টিন টাইসকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে দাবি করেছেন সিরিয়ার সাবেক সামরিক কমান্ডার। নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ।
সমাজকাল ডেস্ক :
সিরিয়ায় ২০১২ সালে নিখোঁজ হয়ে যাওয়া মার্কিন সাংবাদিক অস্টিন টাইসের মৃত্যুদণ্ড ইতোমধ্যে কার্যকর হয়েছে—এমন বিস্ফোরক দাবি করেছেন সিরিয়ান সামরিক বাহিনীর সাবেক একজন শীর্ষ কমান্ডার। তার ভাষ্য অনুযায়ী, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরাসরি নির্দেশে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এই দাবি করেছেন মেজর জেনারেল বাসাম আল হাসান, যিনি ছিলেন সিরিয়ার রিপাবলিকান গার্ডসের প্রাক্তন কমান্ডার এবং জাতীয় প্রতিরক্ষা বাহিনীর (NDF) চিফ অব স্টাফ। তিনি বলেন, “আমি নিজ চোখে সেই স্থান দেখেছি, যেখানে অস্টিনকে আটক রাখা হয়েছিল।”
কে ছিলেন অস্টিন টাইস?
ফ্রিল্যান্স সাংবাদিক অস্টিন টাইস নিখোঁজ হন ২০১২ সালের আগস্টে, তার ৩১তম জন্মদিনের কিছুদিন পর। সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে সিরিয়া ছাড়ার প্রস্তুতির সময়ই তাকে অপহরণ করা হয়। যদিও এতদিন সিরিয়া সরকার অস্টিনের অবস্থান সম্পর্কে জানার কথা অস্বীকার করে এসেছে।
আল হাসানের যুক্তরাষ্ট্রে সাক্ষাৎ
আল হাসানের দাবি অনুযায়ী, তিনি ২০২৫ সালের শুরুতে লেবাননে তিনবার মার্কিন তদন্ত সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন, যার মধ্যে একটি হয় মার্কিন দূতাবাস কমপ্লেক্সে। এসব বৈঠকে তিনি এফবিআই ও সিআইএ’র তদন্তকারীদের কাছে স্বীকার করেন, আসাদ সরকার অস্টিনের মৃত্যুদণ্ডাদেশ দেয় এবং শেষ পর্যন্ত তা কার্যকর করা হয়।
মৃত্যুদণ্ড কার্যকর ঠেকাতে ব্যর্থ চেষ্টা
আল হাসান আরো দাবি করেন, তিনি আসাদের কাছ থেকে মৃত্যুদণ্ডাদেশ স্থগিত রাখার চেষ্টা করেছিলেন, তবে তা ব্যর্থ হয়। এক পর্যায়ে অস্টিন টাইসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, বলেই জানান তিনি।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
এ প্রতিবেদন প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে টাইস পরিবারের পক্ষ থেকে বরাবরের মতোই ছেলের জীবিত থাকার সম্ভাবনা ধরে রাখার কথা বলা হয়েছিল।