২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

১ সেপ্টেম্বর, এদিনের উল্লেখযোগ্য ঘটনা

সমাজকাল ডেস্ক:

আজ রবিবার, ১ সেপ্টেম্বর। এ দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী তুলে ধরা হলো। প্রজন্ম থেকে প্রজন্মের জানার অবশ্যই দরকার আছে, এ দিন কি ঘটেছিল অতীতে।

১ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৪তম (অধিবর্ষে ২৪৫তম) দিন। বছর শেষ হতে আরো ১২১ দিন বাকি।

এভাবে দিন আসে দিন যায়। অতীত কালের সময় বাড়ে। কোন না কোনভাবে প্রতিটি দিন হয় ইতিহাস। অতীত দিনের ইতিহাসের দিনপঞ্জী বর্তমান এবং ভবিষ্যতের জন্য গুরুত্ববহ। কি হয়েছিল এই দিনে?

জানতে চায় আজকের পাঠক। সব ঘটনাতো আর উল্লেখ করা সম্ভব নয়, তবে কিছু ঘটনা স্মরণ করা যায়। প্রজন্মের এই চাহিদাকে মাথায় রেখে সমাজকালের পাঠকদের জন্য প্রতিদিনের আয়োজন ইতিহাসে আজকের ঘটনা।

খ্রিস্টপূর্ব ৫৫০৯: বাইজেন্টfইন সাম্রাজ্যের পৃথিবী সৃষ্টি

বাইজেন্টাইন সাম্রাজ্য অথবা বাইজেন্টিয়াম শব্দটি চতুর্থ শতাব্দী থেকে মধ্যযুগীয় গ্রিকভাষী রোমানদের দ্বারা পরিচালতি সাম্রাজ্যের সাধারণ নাম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই সুবিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল রাজধানী কন্সটান্টিনোপলকে কেন্দ্র করে।এই সাম্রাজ্যের আরেকটি নাম হচ্ছে পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য।

যদিও পশ্চিমাঞ্চলীয় রোমান সাম্রাজ্যের পতনের পরবর্তী যুগকে বিবেচনা করলেই কেবল এই নামটি কাযকারিতা লাভ করে। যখন এই সাম্রাজ্যের অস্তিত্ব ছিল তখন অনেকেই এটাকে গ্রিকদের সাম্রাজ্য বলত। কারণ সেই সময় এই সাম্রাজ্যে গ্রিক আধিপত্যই বেশি ছিল।

একই সময় সেখানে গ্রিক সংস্কৃতি, ঐতিহ্য, জনগোষ্ঠী এবং মধ্যযুগীয় গ্রিক প্রথার বিস্তার ঘটেছিল। মোদ্দা কথা, সাম্রাজ্যটিকে নির্দ্বিধায় রোমান সম্রাজ্য নামে অভিহিত করা যায় এবং এর সম্রাটদেরকে প্রাচীন রোমান সম্রাটদেরই অবিচ্ছিন্ন উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করা যায়।

১১৭৪: ইতালির পিসা শহরে হেলান টাওয়ার নির্মাণ কাজ শুরু হয়।

১৬৪৪: ফ্রান্সের রাজা চতুর্দশ লুইস ৭২ বছর বয়সে মৃত্যু বরণ করেন।

১৮১৮: কলকাতার নতুন স্কুল স্থাপনের উদ্দেশ্যে দেশীয় ও ইউরোপীয় শিক্ষানুরাগীদের যৌথ উদ্যোগে গঠিত হয় ক্যালকাটা স্কুল সোসাইটি।

১৮৫৩: উত্তমাশা অন্তরীন থেকে পৃথিবীর প্রথম ত্রিকোন ডাকটিকিট ইস্যু করা হয়।

১৯০৫: ব্রিটিশরাজ বঙ্গভঙ্গের নির্দেশ জারি করে।

১৯১৪: রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের নাম পরিবর্তন করে রাখা হয় পেট্রোগার্ড।

১৯২৩: জাপানের টোকিও ও ইয়াকোহামায় ভয়াবহ ভূমিকম্পে দুই লক্ষ লোক নিহত হয়।

১৯২৮: আলবেনিয়া রাজ্যে পরিণত হয়।

১৯৩৯: দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে যুদ্ধের সূচনা করে।

১৯৬১: সাবেক ইউগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে ২৫টি দেশের প্রতিনিধিদের অংশ গ্রহণে জোট নিরপেক্ষ দেশগুলোর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।

১৯৬৯: বাদশাহ ইদ্রিসকে ক্ষমতাচ্যুত করে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতায় আসেন।

১৯৭৮: বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন।

১৯৮৫: ১৯১২ সালে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার।

১৯৯১: উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে।

১৯৯২: জাকার্তায় দশম জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

২০০৪: রাশিয়ায় বেলসান স্কুলে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী ছাত্র-ছাত্রী শিক্ষকদের অপহরণ করে।

 

তথ্যসূত্র: উইকিপিডিয়া ও ইতিহাস সম্পর্কিত বই