২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শুভ জন্মদিন

১ মে | জন্মদিনে যাঁদের মনে রাখি

সমাজকাল ডেস্ক :

আজ বৃহস্পতিবার, ১ মে। ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের জন্মদিন যাঁরা তাঁদের কর্মে, চিন্তায় ও সৃষ্টিতে আলোকবর্তিকা হয়ে আছেন মানবসমাজের পথচলায়। সাহিত্য, দর্শন, রাজনীতি, সংগীত, অভিনয়, বিজ্ঞানে অবিস্মরণীয় অবদান রাখা এইসব গুণীজনদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

🔹 ইতিহাসের এই দিনে জন্ম নিয়েছেন:

১২২০ – গো-সাগা, জাপানের সম্রাট।

১৬৭২ – জোসেফ এডিসন, ইংরেজ সাংবাদিক ও রাজনীতিক।

১৭৬৯ – আর্থার ওয়েলেসলি, আইরিশ বংশোদ্ভূত ইংরেজ ফিল্ড মার্শাল ও রাজনীতিক।

১৮২৫ – জোহান জ্যাকব বামার, সুইস গণিতবিদ ও পদার্থবিদ।

১৮৫২ – সান্তিয়াগো রামোন ই কাহাল, স্প্যানিশ রোগবিজ্ঞানী ও স্নায়ুবিজ্ঞানী; ১৯০৬ সালের চিকিৎসা শাস্ত্রে নোবেলজয়ী।

১৮৮১ – পিয়ের ত্যায়ার দ্য শারদাঁ, ফরাসি দার্শনিক ও জীবাশ্মবিদ।

১৮৯৮ – মাহবুব-উল আলম, বাংলাদেশি কথাসাহিত্যিক, সৈনিক ও ইতিহাসবিদ।

১৯০৯ – ইয়ানিস রিটস্‌, গ্রিক কবি ও নাট্যকার।

১৯১৩ – বলরাজ সাহনি, ভারতীয় চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা।

১৯১৬ – গ্লেন ফোর্ড, কানাডীয়-আমেরিকান অভিনেতা ও প্রযোজক।

১৯১৯ –মোহাম্মদ করিম লামরানি, মরক্কোর রাজনীতিক ও প্রধানমন্ত্রী।

মান্না দে, উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী ও সুরকার।

ড্যান ও’হারলিহি, আইরিশ-আমেরিকান অভিনেতা।

১৯২৩ – জোসেফ হেলার, মার্কিন ঔপন্যাসিক।

১৯২৪ – সুনীতিকুমার পাঠক, ভারতীয় বৌদ্ধ পণ্ডিত।

১৯২৫ – সরদার ফজলুল করিম, বাংলাদেশি দার্শনিক ও প্রাবন্ধিক।

১৯২৯ – সনি রামাদিন, ত্রিনিদাদীয় ক্রিকেটার।

১৯৩২ – তবিবর রহমান সরদার, বাংলাদেশি রাজনীতিক।

১৯৪৬ – জন ওয়, হংকং পরিচালক ও চিত্রনাট্যকার।

১৯৫১ – গর্ডন গ্রীনিজ, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার।

১৯৫৪ – মোহাম্মদ কায়কোবাদ, বাংলাদেশি শিক্ষাবিদ।

১৯৫৭ – রিক ডার্লিং, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯৬৮ – অলিভার বিয়েরহফ, জার্মান ফুটবলার।

১৯৬৯ – ওয়েস অ্যান্ডারসন, মার্কিন পরিচালক ও লেখক।

১৯৭২ – জুলি বেঞ্জ, মার্কিন অভিনেত্রী।

১৯৭৩ – অলিভার নেউভিলে, জার্মান ফুটবলার।

১৯৭৫ – নিনা হোসেন, ইংরেজ সাংবাদিক।

১৯৮১ – আলেকজান্ডার হ্লেব, বেলারুশীয় ফুটবলার।

১৯৮৬ – শাহরিয়ার নাফীস আহমেদ, সাবেক বাংলাদেশি ক্রিকেটার।

১৯৮৭ – লিওনার্দো বনুচি, ইতালির রক্ষণভাগের অন্যতম সেরা ফুটবলার।