২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

১৮ জুলাই, যে খ্যাতিমানদের হারিয়েছি এই দিনে

সমাজকাল ডেস্ক:

আজ ১৮ জুলাই। যে খ্যাতিমানদের হারিয়েছি এই দিনে। তাদের প্রতি শ্রদ্ধা।

গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে ১৮ জুলাই বছরের ১৯৯তম (অধিবর্ষে ২০০তম) দিন। বছর শেষ হতে আরো ১৬৬ দিন বাকি।

এভাবে দিন আসে দিন যায়। অতীত কালের সময় বাড়ে। কোন না কোনভাবে প্রতিটি দিন হয় ইতিহাস। প্রতিদিন জন্ম নেয় অসংখ্য মানুষ। এরমধ্যে কেউ কেউ ইতিহাসের অংশ হয়। খ্যাতিমানদের কেউ কেউ আবার চলে যান গড়ে। রয়ে যায় তাদের কর্ম।

বিখ্যাত ব্যক্তিরা আজকের এবং আগামীর জন্য অনুপ্রেরণা। তাই তাদের সম্পর্কে জানা আজকের প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। ইতিহাসের এসব বরেণ্য ব্যক্তিদের শ্রদ্ধাভরে স্মরণ করি। সবার নাম উল্লেখ করা সম্ভব হয়নি।

প্রজন্মের এই চাহিদাকে মাথায় রেখে সমাজকালের পাঠকদের জন্য প্রতিদিনের আয়োজন সেই সব আলোকিত ব্যক্তিদের স্মরণে, এই দিনে যাদের হারিয়েছি।

 

৭০০ থেকে ১৯০০ সাল

৭১৫: মুহাম্মদ বিন কাসেম, সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি।

 

১৮১৭: জেন অস্টেন

ইংরেজ ঔপন্যাসিক। তিনি মূলত তার ছয়টি প্রধান উপন্যাসের জন্য সুপরিচিত ছিলেন। তার উপন্যাসগুলো মূলত আঠারো শতকের শেষভাগে ইংরেজ ভূস্বামীকেন্দ্রিক সমাজকে উপজীব্য করে রচিত।

সমাজে উপযুক্ত স্থানলাভ এবং অর্থনৈতিক নিরাপত্তার জন্য নারীদের বিবাহের উপর নির্ভরশীলতা অস্টিনের বেশিরভাগ উপন্যাসের মূল আখ্যান।

সেনস অ্যান্ড সেন্সিবিলিটি (১৮১১) প্রাইড অ্যান্ড প্রিজুডাইস (১৮১৩) ম্যানসফিল্ড পার্ক (১৮১৪) এবং এমা প্রকাশের মধ্য দিয়ে তিনি লেখক হিসাবে বড় সাফল্য অর্জন করেছিলেন। ‘নর্থেঙ্গার অ্যাবে’ এবং ‘পারসুয়েশন নাদে’ নামে আরও দুটি উপন্যাস লিখেছিলেন তিনি। এই দুটি উপন্যাস তার মৃত্যুর পর প্রকাশিত হয়। ‘স্যান্ডিটন’ শিরোনামে তিনি আরেকটি উপন্যাস লেখা শুরু করেছিলেন। কিন্তু শেষ করে যেতে পারেননি। তার ছয়টি উপন্যাসের বেশিরভাগই বেনামে প্রকাশি হয়েছিল এবং তার জীবদ্দশায় সেগুলো সেভাবে তার জন্য সাফল্য বয়ে আনে নি।

 

১৮৭২: বেনিটো জুয়ারেজ, মেক্সিকান আইনজীবী এবং রাজনীতিবিদ, মেক্সিকোর ২৬তম রাষ্ট্রপতি।

 

১৯০১ থেকে ২০২২

১৯১৮: ইন্দ্রলাল রায়, প্রথম ভারতীয় (বাঙালি) বিমান চালক।

তিনি প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে যুদ্ধ করেন এবং মৃত্যুবরণ করেন। তিনি শুধু প্রথম ভারতীয় বাঙালি বিমান চালকই ছিলেন না, তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী একমাত্র ভারতীয় বৈমানিক।

তিনি ফ্রান্সের পক্ষ হয়ে জার্মানির বিপক্ষে বেশ কয়েকটি সামরিক অভিযানে অংশ নেন এবং যুদ্ধ বিমান চালনায় দক্ষতার পরিচয় দেন।

 

১৯৬৮: কর্নেইল হেইম্যানস, বেলজিয়ান ফিজিওলজিস্ট এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।

 

১৯৮৯: রেবেকা শেফার, আমেরিকান মডেল এবং অভিনেত্রী।

 

১৯৯০: ইউন পসুন, দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদ এবং দ্বিতীয় রাষ্ট্রপতি।

 

২০০৫:  রহমান, বাংলাদেশী অভিনেতা ও পরিচালক।

 

২০১৬:  মুবারক বেগম, ভারতীয় গায়িকা।

 

২০২২:  ভূপিন্দর সিং, ভারতের প্রখ্যাত গজল শিল্পী।

 

তথ্যসূত্র: উইকিপিডিয়া ও ইতিহাস সম্পর্কিত বই