২৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

আজকের জন্মদিনে যাদের মনে রাখি

সমাজকাল ডেস্ক :

আজকের দিনে জন্ম নিয়েছিলেন এমন বহু মনীষা, শিল্পী, বিজ্ঞানী ও রাজনীতিবিদ—যাদের জীবন ও কৃতিত্ব ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। তাঁদের চিন্তা, সৃষ্টি ও নেতৃত্ব মানব সভ্যতার বিবর্তনে রেখেছে গভীর ছাপ। ১৫ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩৫তম দিন (অধিবর্ষে ১৩৬তম)। এ বছর শেষ হতে এখনো বাকি ২৩০ দিন।

🎉 আজকের দিনে জন্ম নেওয়া উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা—

🔹 দেবেন্দ্রনাথ ঠাকুর (১৮১৭-১৯০৫) – বিশিষ্ট ব্রাহ্ম সমাজ নেতা ও ভারতীয় ধর্মীয় সংস্কারক। তিনি ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। আধ্যাত্মিকতা, ধর্মতত্ত্ব ও সমাজ সংস্কারের মিলিত প্রয়াসে দেবেন্দ্রনাথের চিন্তা ১৯শ শতকের ভারতীয় পুনর্জাগরণে বিশাল প্রভাব ফেলেছিল।

🔹 পিয়েরে কুরি (১৮৫৯-১৯০৬) – ফরাসি পদার্থবিজ্ঞানী ও নোবেলজয়ী বিজ্ঞানী। তার স্ত্রী মেরি কুরির সঙ্গে যৌথভাবে তেজস্ক্রিয়তা বিষয়ে গবেষণা করে বিজ্ঞানে যুগান্তকারী আবিষ্কার করেন। কুরির কাজ পরমাণু শক্তি ও চিকিৎসাশাস্ত্রে নবদিগন্ত উন্মোচন করেছে।

🔹 শ্যামলকৃষ্ণ ঘোষ (১৯০৫–১৯৮৮) – বাংলা সাহিত্যের এক বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক। তাঁর লেখায় সমাজ, ইতিহাস ও সংস্কৃতির মেলবন্ধন বিশেষভাবে লক্ষণীয়। শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মানসিকতা ও মূল্যবোধ তাঁর সাহিত্যে গভীরভাবে উঠে এসেছে।

🔹 পল স্যামুয়েলসন (১৯১৫–২০০৯) – আধুনিক অর্থনীতির পথিকৃৎ বলে বিবেচিত মার্কিন অর্থনীতিবিদ। তিনিই প্রথম ব্যক্তি যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার (১৯৭০) লাভ করেন। তাঁর লেখা ‘Economics’ বইটি যুগ যুগ ধরে অর্থনীতির পাঠ্যবই হিসেবে ব্যবহৃত হচ্ছে।

🔹 চারু মজুমদার (১৯১৫–১৯৭২) – ভারতীয় বিপ্লবী নেতা ও নকশাল আন্দোলনের অন্যতম সংগঠক। পশ্চিমবঙ্গ ও ভারতের বামপন্থী রাজনীতিতে তাঁর প্রভাব ছিল দীর্ঘস্থায়ী ও বিতর্কিত।

🔹 সাগর সেন (১৯৩২–১৯৮৩) – প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী, যাঁর কণ্ঠে কবিগুরুর গান পেয়েছিল আধুনিক আবহে নান্দনিক মাত্রা। বাংলা সংগীতাঙ্গনে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

🔹 মাধুরী দীক্ষিত (জ. ১৯৬৭) – বলিউডের অন্যতম জনপ্রিয় ও নৃত্যনৈপুণ্যে অনন্য অভিনেত্রী। “দেবদাস”, “হাম আপকে হ্যায় কৌন” প্রভৃতি চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শকদের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলেছে।

🔹 প্যাট্রিস এভরা (জ. ১৯৮১) – ফরাসি-সেনেগালীয় ফুটবলার, যিনি ম্যানচেস্টার ইউনাইটেড ও ফ্রান্স জাতীয় দলের জার্সিতে রক্ষণভাগকে করেছেন শক্তিশালী। নেতৃত্বগুণেও তিনি ছিলেন অনন্য।

এছাড়াও এই দিনে জন্মেছিলেন রাজা সেজোং (কোরিয়ান হানগিল বর্ণমালার জনক), এল ফ্রাঙ্ক বাম (প্রখ্যাত মার্কিন শিশু সাহিত্যিক), মিখাইল বুলগাকভ (রুশ সাহিত্যিক), ক্যাথেরিন অ্যান পোর্টার (মার্কিন লেখক), জোসেফ কটেন (চলচ্চিত্র অভিনেতা), জিমি ওয়াইল্ড (বক্সার) এবং আরও অনেক বিদ্বান ব্যক্তি, যাদের অবদান মানব ইতিহাসে স্মরণীয়।

তাদের জন্মদিনে শ্রদ্ধাভরে স্মরণ করি, অনুপ্রেরণা নিই তাদের জীবন থেকে।