সমাজকাল ডেস্ক :
আজ শুক্রবার, ১২ জুলাই। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে ১২ জুলাই বছরের ১৯৩তম (অধিবর্ষে ১৯৪তম) দিন। এ্রবছর শেষ হতে আরো ১৭২ দিন বাকি।
এভাবে দিন আসে দিন যায়। অতীত কালের সময় বাড়ে। কোন না কোনভাবে প্রতিটি দিন হয় ইতিহাস। অতীত দিনের ইতিহাসের দিনপঞ্জী বর্তমান এবং ভবিষ্যতের জন্য গুরুত্ব বহন। কি হয়েছিল এই দিনে?
জানতে চায় আজকের পাঠক। সব ঘটনাতো আর উল্লেখ করা সম্ভব নয়, তবে কিছু ঘটনা স্মরণ করা যায়। প্রজন্মের এই চাহিদাকে মাথায় রেখে সমাজকালের পাঠকদের জন্য প্রতিদিনের আয়োজন ইতিহাসে আজকের ঘটনা।
৭০০ থেকে ১৯০০ সাল
৭১১ – তারেক বিন যিয়াদ তার বিশাল সেনাবাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করেন।
১০৯৬-পিটাটর দি হারমিটের অধীনস্থ একদল ক্রসেডার বুলগেরীয়ার সোফিয়ায় পৌঁছায়। তারা সেখানে আরেকটি দলের সঙ্গে যোগ দিয়ে কন্সটান্টনোপলের (ইস্তানবুল) দিকে রওনা দেয়।
১১০৯– ক্রসেডার নৌ-সেনারা ত্রিপোলি নগরী দখল করে।
১২৩৩-ক্রসেডার নৌ-সেনারা মিশরের ঐতিহাসিক আলেক্সান্দার বন্দরটি অবরোধ করে।
১৪৪২-আলফনসো নেপলসের রাজা হন।
১৫৪৩-ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ষষ্ঠবারের মতো বিয়ে করেন।
১৫৭৬-হোসেন কুলি খান বাংলা শাসক নিযুক্ত হন।
১৫৮০-স্লাভিক ভাষায় বাইবেল প্রকাশিত হয়।
১৬৭৪-শিবাজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মৈত্রী চুক্তি করেন।
১৭০০– গ্রিনল্যানাড গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।
১৮৭৮– সাইপ্রাস দখল করে ব্রিটেন।
১৯০১ থেকে ২০২৪ সালের ১২ জুলাই
১৯১২-আমেরিকায় প্রথমবারের মতো বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়।
১৯২০- নবযুগ প্রকাশিত হয়:
কাজী নজরুল ইসলাম ও কমরেড মুজফ্ফর আহমদের যুগ্মসম্পাদনায় নবযুগ পত্রিকা প্রকাশিত হয়। সান্ধ্য পত্রিকা হিসেব এটি যাত্রা শুরু করে। এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন শের-এ-বাংলা এ কে ফজলুল হক। নিজ অর্থে এই পত্রিকা তিনি প্রকাশ করেন।
ইংরেজ সরকারের বিরুদ্ধে এ পত্রিকায় অনেক কবিতা ছাপা হয়। ব্রিটিশ সরকার পত্রিকার বাজেয়াপ্ত করে ও পত্রিকিাটি বন্ধ হয়ে যায়। পরে শেরে-েএ বাংলার চেষ্টায় আবার পত্রিকাটি বের হয়। এরপর ফজলুল হকের সঙ্গে মতবিরোধের কারণে নজরুল ও মুজফ্ফর আহমদ পদত্যাগ করলে পত্রিকাটি আবার বন্ধ হয়ে যায়।
১৯৪২ সালে ফজলুল হক বাংলার প্রধানমন্ত্রী হলে তার উদ্যোগে এবং নজরুলের সম্পাদনায় পুনরায় পত্রিকাটি প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে খুলনার মাওলানা আলী দায়িদ্ব নেন। দু’বছর পর পত্রিকাটি আবার বন্ধ হয়ে যায়।
১৯৪০– ব্রিটেনের নৌ-বাহিনী আলজেরিয়ার ক্যাবিয়ে পোতাশ্রয়ে ভিড় করে বেশ কয়েকটি জাহাজ ডুবিয়ে দেয়।
১৯৪১-মস্কোতে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষর।
১৯৪১-মস্কোতে প্রথমবারের মতো জার্মান বাহিনী বোমা বর্ষণ করে।
১৯৭২-বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় তাঞ্জানিয়া।
১৯৭৫-ব্রিটেনে নগ্ন দৌড়ের ঘটনা দেখা দেয়।
১৯৭৫– ব্রিটিশ কমনওয়েলথের রাগবির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
১৯৯০-রাশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি বরিস ইয়েলতসিন কম্যুনিস্ট পার্টি থেকে পদত্যাগ করেন।
১৯৯১-সকালে হংকংএর ছিডে বিমান বন্দরে হংকং এর ইতিহাসে সবচেয়ে বড় টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
১৯৯৩-জাপানের উত্তরাঞ্চলের ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে ১৯৬ জন মারা যান।
১৯৯৮-ফ্রান্সের প্যারিসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়, ওই খেলায় ফ্রান্স ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপ হয় করে। ম্যাচটি সারা বিশ্ব প্রত্যক্ষ করে।
২০০০– একটি গাড়ি বোমা হামলায় স্পেনের মাদ্রিদে ৯জন ব্যক্তি আহত হন। এজন্য বাস্ক বিচ্ছিন্নতাবাদী ইটিএ কে দায়ী করা হয়।
তথ্যসূত্র : উইকিপিডিয়া ও ইতিহাস সম্পর্কিত বই