সমাজকাল ডেস্ক:
১৯৭২: চাঁদপুরের উপদ্রুত অঞ্চলে অস্থায়ী প্রধানমন্ত্রী।
১৯৭৩: মেঘনার ভাঙনে চাঁদপুরের পুরানবাজারের একাংশ নদীগর্ভে নিমজ্জিত।
১৯৭৫: প্রধানমন্ত্রী মনসুর আলী যশোর ক্যান্টনমেন্টে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি বাস্তবায়নে সামরিক বাহিনীকে অংশগ্রহণের আহ্বান জানান।
১৯৭৬: চিকিৎসার জন্য মওলানা ভাসানীর লন্ডন যাত্রা ।
১৯৭৮: ইরাকি বাণিজ্যদলের আগমন।
১৯৭৯: সৈয়দপুরে অবাঙালি কর্তৃক থানা আক্রমণ। ১১২ জন গ্রেফাতার।
১৯৮০: চাঁপাইনবাবগঞ্জের বন্যায় হাজার হাজার মানুষ পানিবন্দি।
১৯৮৩: পাকিস্তানের সঙ্গে ভিসা চুক্তি।
১৯৮৪: ত্রিপুরায় চরমপন্থিদের সাহায্যদানের কথা পররাষ্ট্রমন্ত্রণালয়ের অস্বীকার।
১৯৮৫: পতেঙ্গা বিমান বন্দরে ৪০ লক্ষ টাকার স্বর্ণ আটক।
১৯৮৬:
- ঢাকায় সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক।
- উৎসব বোনাসের দাবিতে আদমজীতে ধর্মমঘট।
১৯৮৭: শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ২৪ ঘন্টায় ধর্মঘট। ঢাকায় হাঙ্গামা।
১৯৮৯: মওদুদ আহমদ ভাইস প্রেসিডেন্ট, কাজী জাফর প্রধানমন্ত্রী।
১৯৯০: স্বাস্থ্যনীতি বাতিলের দাবিতে বিএমএ’র মিছিল সমাবেশ।
১৯৯১: সংবিধান-সংশোধনী প্রশ্নে ১৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গণভোটের তারিখ নির্বাচিত করে।
১৯৯২:
- বিএনপি সরকারে বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের প্রধানমন্ত্রী সংসদনেত্রী বেগম খালেদা জিয়া বলেন, ‘স্বৈরাচারের সহযোগিতায় আজ আপনারা অনাস্থা প্রস্তাব এনেছেন।’ বিরোধীদলীয় নেত্রী বলেন, ‘বিএনপি সরকারের পতন মানে গণতন্ত্রের পতন নয়।’
- গোলাম আযমের নাগরিকত্ব প্রশ্নে হাইকোর্টের অনাস্থা বাতিল। দুই বিচারপতির দুই মত। নির্দেশের জন্য বিষয়টি প্রধান বিচারপতির নিকট প্রেরণ।
১৯৯৪: খুলনায় যুবলীগের সমাবেশ। যুব কমান্ডের সশস্ত্র হামলা, পুলিশের লাঠিচার্জজ । আহত শতাধিক।
১৯৯৮:
- আইনশাস্ত্রজ্ঞ গাজী শামছুর রহমান (৭০)-এর ইন্তেকাল।
- তত্ত্বাবধায়ক সরকার ১৯৯৬-এর উপদেষ্টা অধ্যাপক শামসুল হক শিল্প ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত।
- অধ্যাপক তালুকদার মনিরুজ্জামানসহ সাতজনের বিবৃতি, ‘সোফা চুক্তি মেনে নিয়ে স্বাধীনতা নিশ্চিত করুন।’ সার্কের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র, গণচীন ও ইসলামি দেশগুলোর প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সামরিক মহড়া ও যোগাযোগের পরিধি বিস্তার করতে হবে।’
১৯৯৯:
- উচ্ছেদের বিরুদ্ধে বস্তিবাসীদের রাস্তা অবরোধ, ৪ঘন্টা মিরপুর বিচ্ছিন্ন।
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই দলে বন্দুকযুদ্ধ, ৪ পুলিশ গুলিবিদ্ধ। আহত ৩০, গ্রেফতার ৭। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা।
২০০০: বরিশালে টিচার্স ট্রেনিং কলেজে পরিবহণ শ্রমিকদের হামলা, জনৈক শিক্ষিকা লাঞ্ছিত।
২০০১:
- সোনাগাজির গ্রামে ৩ বিএনপি কর্মী রাজনৈতিক সন্ত্রাসে নিহত।
- শাহজাহানপুর রেলওয়ে কলোনি এলাকায় অবৈধ স্থানীয় উচ্ছেদ আ. লীগ নেতা সাবের হোসেন চৌধুরী ও বিএনপি নেতা মির্জা আব্বাসের অনুরোধে স্থগিত।
- ৪ শীর্ষ ঋণ খেলাপি: আবুল খায়ের লিটুর ছয় ব্যাংকে ২২৩ কোটি ৭১ লাখ, ফজলুর রহমানের চার ব্যাংকে ১৫০ কোটি ৪ লাখ, মোহাম্মদ আলীর দুই ব্যাংকে ৫৪ কোটি ৬৬ লাক এবং এমদাদুর হক ভুইঁয়ার এক ব্যাকে ১৮৫ কোটি ৯০ লাখ। -প্রথম আলোর প্রতিবেদন।
- ১৯৭৩ সালে ১ জানুয়ারি ঢাকায় ভিয়েতনাম সংহতি দিবস উদযাপনের সময় নিহত দুই শহীদ মতিউল ইসলাম ও মির্জা আব্দুল কাদেরকে ভিয়েতনামের বীরশ্রেষ্ঠ ঘোষণা।
- আ. লীগের মনোয়ন চেয়ে ২৩০৬ জন সাক্ষাতকার দিয়েছেন। ধাক্কাধাক্কি ও উত্তেজনা। সাবেক মন্দ্রীদের বিরুদ্ধে নানান অভিযোগ।
২০০২:
- পঞ্চগেড়ের ভাঙ্গাপাড়া সীমান্তে বিএসএফ-এর গুলিতে চৌকিদার আবদুল হামিদ নিহত।
- নিউইয়কে স্পেনীয় দুর্বৃত্তদের হাতে ফটোসাংবাদিক মিজানুর রহমান খুন।
- ঢাকার মতিঝিলে বন্ধুদের হাতে স্কুলছাত্র মুশফিদ আহমদ খুন।
২০০৩:
- চট্টগ্রামে অপহৃত ধনাঢ্য ব্যবসায়ী রেজাউর রহমান জাকিরকে হত্যা।
- বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী দক্ষিণ এশিয়ান নারী আন্দোলনের কার্যক্রম শুরু।
২০০৫: ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়ার খড়মপুরে এক মাজারের ওরসে বোমা হামলায় ১ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়।
২০০৬:
- যশোরের শিকারপুর সীমান্তে বিএসএফ-এর গুলিতে সঞ্চয় কর্মকার (৩০) নামে এক বাংলাদেশী নিহত।
- নাইরোবিতে কেনিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশ ছয় উইকেটে জয়ী।
- শীর্ষ ঋণখেলাপি ১১টি প্রতিষ্ঠান দীর্ঘ দিন ধরে বন্ধ, ব্যাংকের পাওনা ৮ হাজার ৮শ’ ৩৬ কোটি টাকা।
- বিচারপতি নিয়োগ ও স্থায়ী করতে সাংবিধানিক কমিশনের দাবি।
- নোবেল বিজয়ী গুন্টার গ্রাস বলেন যে, তিনি নাৎসি এসএস-এ কাজ করেন।
২০০৭:
- ‘কোন রাজনৈতিক দলের জঙ্গিবাদে যুক্ত থাকার প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।’- লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরী।
- বিশেষ এলাকার জন্য ছবি ছাড়া ভোটার তালিকা তৈরি করা যাবে।
- গতকাল পর্যন্ত বন্যাজনিত মৃতের সংখ্যা ৪০৫।
২০০৯: সব নদী অবৈধ দখলমুক্ত করা হবে।– প্রধানমন্ত্রী।
২০১০: নৌপরিবহন মন্ত্রীর পিএস সোহরাব হোসেনের বন্দরের কাছ থেকে পাজেরো গাড়ি নেওয়ার প্রসঙ্গে ‘ শুধু আমি যে একা এত দামি গাড়ি ব্যবহার করছি , তা নয়। … সবাই দামি গাড়ি ব্যবহার করছেন।’
২০১১:
- বিটিসিল তিতাস কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের জন্য দুটো বিলাসবহুল পাজেরো কিনেছে তিন কোটি টাকায়।– কালের কণ্ঠ।
- সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলদেশী নিহত।
- লন্ডনের ইকোনমিস্ট সাময়িকীতে দুই প্রতিবেদন: ‘পয়জনাস পলিটিক্স ইন বাংলাদেশ ও ‘ইন দ্য নেম অব দ্য ফাদার।’
- ভারতে দীর্ঘদিন সাজা ভোগের পর ১৩ বাংলাদেশির দেশে প্রত্যাবর্তন ।
২০১২:
- ইউনূস সাহেব ক্ষুদ্রঋণের প্রসারকে ৪, ১০, ও ১২ শতাংশ পর্যযন্ত নিয়ে । আমি সেটাকে ৩০ শতাংশ পর্যন্ত নিয়ে গেছি। …. আমি ১০০ বার বলেছি, ইউনূস সাহেব গ্রামীণ ব্যাংক নিয়ে সঠিক কথা বলছেন না। উনি মিথ্যাচার করেছেন, প্রপাগান্ডা চালাচ্ছেন। প্রথম দিন থেকেই উনি বলেছেন, সরকার গ্রামীণ ব্যাংক দখল করতে চায়। প্রথম দিন থেকেই এটি মিথ্যে। সরকার এখনও পর্যন্ত এটা দখল করেনি, দখল করতেও চায় না।– অর্থমন্ত্রী, টিআইবি আয়োজিত এক গোলটেবিলে।
- সাধারণ বিমা করপোরেশনে ২০০ কোটি টাকা আত্মসাৎ। -বণিক বার্তার প্রতিবেদন।
- হল-মার্কের ৩ হাজার ৫৪৭ কোটি টাকা আত্মসাতে সোনলী ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে তদন্তে দুদককে বাংলাদেশ ব্যাংকের চিঠি।
- পরীক্ষা ছাড়াই এবার মেডিকেলে ভর্তি।
২০১৩:
- আনসাল্লাহু বাংলা টিম নামের এক জঙ্গীবাদী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেফতার।
- বিলবোর্ড বিভ্রান্ত মন্ত্রীরা। সরিয়ে ফেলা শুরু হয়েছে। কার হুকুমে কেউ জানে না। ভাড়া পরিশোধ করা হবে।
- সরকারের হাতে থাকবে ৩১ শতাংশ শেয়ার।
তথ্যসূত্র: মুহাম্মদ হাবিবুর রহমানের বাংলদেশের তারিখ ও বিভিন্ন গণমাধ্যম