সমাজকাল ডেস্ক:
১৯৭২: বুড়িগঙ্গায় জোনাকী লঞ্চ দুর্ঘটনা, শতাধিক প্রাণনাশের আশঙ্কা।
১৯৭৩: চট্টগ্রামের দেশবাংলা অফিসে তালা এবং ১০জনকে গ্রেফতার।
১৯৭৫: প্রেসিডেন্টের বাকশাল জেলা সম্পাদকদের ট্রেনিং কোর্সের উদ্বোধন।
১৯৭৬: নৌ-চলাচল আদেশ জারি।
১৯৭৮: আদমজীতে শ্রমিক সংঘর্ষষ।
১৯৭৯: অবাঙালিদের প্রস্তাবিত লংমার্চচ রোধে ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ।
১৯৮১: চট্টগ্রাম বিদ্রোহের দায়ে ১২জন সামরিক অফিসারের প্রাণদণ্ডাদেশ।
১৯৮৬: সার্ক সচিবালয় নেপালে স্থাপনের সিদ্ধান্ত।
১৯৯২:
- বাহরাইন ও পাকিস্তানে রাষ্ট্রীয় সফর শেষে প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন।
- ঢাকা-ইসলামাবাদ যৌথবিবৃতিতে বলা হয় ডিসেম্বরের আগেই আটকে পড়া ৩ হাজার পাকিস্তানি পরিবারের পাকিস্তান প্রত্যাবর্তন শুরু হবে।
১৯৯৪: গাইবান্ধায় গোলাম আযমের বিরুদ্ধে আরও একটি মামলা। সারাদেশে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘঘটনা, নিহত ১০, আহত ৭২।
১৯৯৯:
- পাবনায় নৈশকোচ-ট্রাক সংঘর্ষে নিহত ২১, আহত ৫০।
- মালিবাগ থেকে বনানী ৬ কিলোমিটারজুড়ে বস্তি উচ্ছেদ। বস্তি উচ্ছেদ সম্পর্কে ১৯ আগস্ট পর্যন্ত হাইকোর্টের নিষেধাজ্ঞা।
২০০০:
- খুলনায় জুমার নামাজ আদায় করার পথে আওয়ামী লীগ নেতা এস এম এ রবকে গুলি করে হত্যা। শহরে বিডিআর মোতায়েন।
- ক্ষুব্ধ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ১১ দফা দাবি পেশ।
- বঙ্গবন্ধু হত্যার বিচার বিশেষ আদালতে না করে ভুল করেছি।–স্বরাষ্ট্রমন্ত্রী।
২০০১:
- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা নিয়ে তীব্র সংঘর্ষ, গাড়ি ভাঙচুর।
- বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মী সাইদুল হক মিলনকে খুন করে লাশ লাগেজে ভরে পাঠনো হয় সৈয়দপুরে।
- ‘বাজেটে কি থাকবে তা অর্থ মন্ত্রণালয়ের কেরানিও আগাম জানতে পারেন, কিন্তু এমপিদের কিছুই জানানো হয় না। ‘–প্রাক্তন আওয়ামী লীগ এমপি এসএম আকরম।
২০০২: ৩৬ দিন বন্ধ থাকার পর বুয়েটে ক্লাস শুরু।
২০০৩: ময়মনসিংহে জনৈক কোটিপতি ব্যবসায়ীর শিশুপুত্র পলাশ (৮) অপহরণের পর হত্যা।
২০০৪:
- জার্মানির মিউনিখে অধ্যাপক হুমায়ুন আজাদ (৫৭) –এর মৃত্যু।
- ফতুল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৪০ খুনের হোতা রহমত নিহত।
২০০৫:
- সংযুক্ত আরব আমিরাত থেকে ৩৫ শিশু উটের জকি দেশে ফিরেছে।
- বাংলাদেশ বিমানের ইঞ্জিনে পাখি, দিল্লি বিমানবন্দরে স্থিতু।
- নারায়ণগঞ্জে সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্তি মুখার্জি বাসের চাপে পড়ে নিহত। বাসে আগুন, ভাঙচুর, লাঠিচার্জ।
২০০৬:
- টাঙ্গাইলে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ২ প্রার্থীর মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন।
- ‘লেবাননে অবিলম্বে অস্ত্র বিরতি চাই।’ –বিশ্বনেতৃবেৃন্দের কাছে প্রধানমন্ত্রীর চিঠি।
- দুই দিন সময় পেলেই সন্ত্রাসীরা উড়িয়ে দিত ১০টি বিমান। তরল বোমা হামলার ষড়যন্ত্র।
- ‘এরশাদ জিয়া হত্যাকাণ্ডে জড়িত, তাঁর সঙ্গে বিএনপির সখ্য হতে পারে না।’- কর্ণেল অলি।
২০০৭:
- ‘আমি আশ্বস্ত করতে চাই, জাতির যে কোনো ক্রান্তিকালে সুপ্রিম কোর্ট এগিয়ে আসবে।’-প্রধান বিচারপতি।
- রাজশাহীতে ছবিসহ ভোটার তালিকার কাজ শুরু।
২০০৯: আ. লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ২৬টি সদস্যপদেও স্থান পেলেন না মধ্যম সারির কথিত সংস্কারপন্থিরা।
২০১০:
- লোডশেডিং-এর প্রতিবাদে ও বিদ্যুতের দাবিতে দেশের বিভিন্ন স্থানে জ্বালাও পোড়াও ।
- কুমিল্লায় শিক্ষক ও দুই সেনাসহ ১০ জেলায় নিহত ২০। বিক্ষুব্ধ জনতা ঢাকা-চ্ট্গ্রাম মহাসড়কের পাদুয়ার বাজার ঘাতক ট্রাক জ্বালিয়ে দেয়।
২০১১:
- জেষ্ঠ্য আইনজীবীদের বৈঠকে সমঝোতা। অভিযুক্ত আইনজীবীরা নিন্ম আদালতে আত্ম-সর্মপন করবেন, কাউকে গ্রেফতার বা নির্যাতন করা হবে না এবং তাঁরা আদালতে ক্ষমা চাইবেন।
- সংবিধান নিয়ে কটুক্তি করার জন্য মুফতি আমিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা।
- ‘বাংলাদেশের অর্থনীতি সবল, রাজনীতি উল্টো পথে।’-দ্য ইকোনমিস্ট।
- সংবিধান ও আইনে নির্বাচন কমিশনকে যথেষ্ট স্বাধীনতা ও ক্ষমতা দেওয়া হলেও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাবে অনেক ক্ষেত্রেই সেটার বাস্তব প্রতিফলন ঘটানো সম্ভব হচ্ছে না। -প্রধান নির্বাচন কমিশনার ।
২০১২:
- ঢাকায় জমি আছে, তবুও ১১ সংসদ সসদস্য প্লট নিয়েছেন, ১১ মন্ত্রী, ৪৮ সংসদ সদস্যকে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ।
- ভারত থেকে ৬০০ কোটি রুপিতে ছয়টি ড্রেজার কেনা হচ্ছে।
- গত বছর নতুন বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে সরকার আবাসিক খাতে সর্বনিন্ম ৩ শতাংশ, বাণিজ্যিক ৭ ও শিল্প কারখানায় ১০ শতাংশ সৌরবিদ্যুৎ ব্রভহারের বাধ্যবাধকতা জারি করে। বিদ্যুৎ বিতরণ কর্মকর্তাদের সহযোগিতায় ভাডায় বা অল্প ব্যয়ে ডামি সোলার প্যানেল কাজ করছে।
২০১৩:
- অবসরে যাচ্ছে ২৩ সরকারি বিদ্যুৎকেন্দ্র অর্থায়ন সংকট ও সংস্থার কারো কোনো সুফল না পাওয়ায়।
- গত ৫ ও ৬ মে হেফাজত ইসলামের সমাবেশে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকে ঘিরে অসত্য তথ্য প্রকাশের অভিযোগে ‘অধিকার ‘-এর আদিলুর রহমানকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে।– স্বরাষ্ট্রমন্ত্রী।
তথ্যসূত্র: মুহাম্মদ হাবিবুর রহমানের বাংলদেশের তারিখ ও বিভিন্ন গণমাধ্যম