২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বিনোদন ডেস্ক :

স্কারলেট জোহানসন। নাম বললেই হলিউড দুনিয়া তাকে জানে। কিন্ত গত ১০ বছরে বহু চেষ্টা করেছেন জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজিতে প্রবেশের। এবার তার আশা পূরণ হতে যাচ্ছে।

হলিউড অভিনেত্রী নিজেই জানালেন, জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজির পরের সিনেমায় থাকছেন স্কারলেট।

ছবি প্রসঙ্গে স্কারলেট বলেন, ছবির পরিচালক গারেথ এডওয়ার্ড নতুন ছবিটির নাম এখনও ঠিক করেননি। এই ফ্র্যাঞ্চাইজির অংশ হতে চেয়েছেন এই নায়িকা।

ভ্যারাইটিতে দেয়া এক সাক্ষাৎেকারে স্কারলেট বলেন, আমি ১০ বছর ধরে এই ফ্র্যাঞ্চাইজিতে কাজ করার চেষাটা করে গিয়েছি। এমনকি সেটা যদি প্রথম পাঁচ মিনিটের মধ্যে মৃত্যুও যদি ঘটে যায়, এমন চরিত্র হলেও চলবে। আমি তাও অভিনয় করতে চাই। কারণ আমি জুরাসিক ওয়ার্ল্ডের বড় ভক্ত।

স্কারলেট বলেন, সিনেমা হলে গিয়ে আমার প্রথমদিকের দেখা ছবি গুলোর একটি হলো ‘জুরাসিক ওয়ার্ল্ড। আমার মনে আছে,এই ছবির কথা। আমার জীবন বদলে দিয়েছিল এই ছবি। আমার মন ভরিয়ে দিয়েছিল। এটা নিয়ে আমি কতটা এক্সাইটেড তা ভাষায় প্রকাশ করতে পারবো না।

সাক্ষাৎকারে জোহানসন জানিয়েছেন, ‘জুরাসিক ওয়ার্ল্ড’র চতুর্থ কিস্তির স্ক্রিপ্ট অসাধারণ হয়েছে। প্রথম তিন কিস্তির থেকে একেবারেই আলাদা হচ্ছে। ডেভিড কোয়েপ ছবিরি স্ক্রিপ্ট লিখেছেন।

স্কারলেট বলেন, জুরাসিক ওয়ার্ল্ড’র শুটিং হবে থাইল্যান্ডে। এছাড়াও মাল্টা এবং যুক্তরাজ্যের স্টুডিওতে কিছু দৃশ্য ধারণ করা হবে। সূত্র : এনডিটিভি