স্মরণে শ্রদ্ধায় সদ্য প্রয়াত ৫ নির্মাতা
নিজস্ব প্রতিবেদক :
সাম্প্রতিক সময়ে প্রয়াত দেশের পাঁচ নির্মাতাকে শ্রদ্ধা জানালো ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ। এ উপলক্ষে গত ২২ মে বুধবার রাজধানীর নিকেটনস্থ গিল্ডের কার্যালয়ে বিকাল ৫ টায় এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক সময়ে প্রয়াত এই ৫ নির্মাতা হলেন- তারেক মাহমুদ, মোহাম্মদ নোমান, আসলাম শিহির, শরীফ সরকার এবং তারেক খান।
স্বরণ সভায় বক্তারা প্রয়াতদের স্মৃতিচারণ করে বলেন, যারা চলে গেছেন তারা কাজের মাধ্যমে বেঁচে থাকবেন। তারা হয়তো জীবনের অনেক ইচ্ছা অসম্পূর্ণ রেখে গেছেন কিন্তু সবার মন জয় করে গেছেন।
বক্তারা আরও বলেন, প্রয়াত নির্মাতারা তাদের কর্মময় জীবন আমাদের সামনে রেখে গেছেন। তারা ক্ষণজন্মা কিন্তু স্মৃতিতে অম্লান হয়ে থাকবেন।
ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর সভাপতি অনন্ত হীরার সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন গিল্ডের কার্যনির্বাহী সদস্যবৃন্দ, প্রয়াত তারেক মাহমুদের ভাই সুলতান মাহমুদ, প্রয়াাত মোহাম্মদ নোমানের সহধর্মীনী ডেইজী ইয়াসমিন, আসলাম শিহিরের সহধর্মীনী ফারজানা আফরিন, শরীফ সরকারের ভাই হেলাল উদ্দিন, তারেক খানের চাচাতো ভাই ইমন খান, ক্যামেরাম্যান এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক নিয়াজ মাহবুব, শুটিং হাউজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিপন খানসহ গিল্ডের সদস্য নির্মাতা ও কলাকুশলীবৃন্দ।
সভা সঞ্চালনা করেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এসএম কামরুজ্জামান সাগর।