২১ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

স্পেন ও পর্তুগালে বিদ্যুৎ বিপর্যয়, ধীরে ধীরে ফিরছে সরবরাহ

সমাজকাল ডেস্ক :
ইউরোপের দেশ স্পেন ও পর্তুগালে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের পর ধীরে ধীরে কিছু অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার হচ্ছে। সোমবার দুপুরের পর এই বিপর্যয় ঘটে বলে জানিয়েছে দেশ দুটির জাতীয় গ্রিড অপারেটররা। এই বিপযয়ের ফলে গণপরিবহনব্যবস্থা অচল হয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। দেরি করে ছেড়েছে উড়োজাহাজের বিভিন্ন ফ্লাইট।


পর্তুগালের গ্রিড অপারেটরের তথ্য অনুযায়ী, আজ স্থানীয় সময় দুপুরের কিছু পর থেকেই পুরো আইবেরীয় উপদ্বীপজুড়ে এবং ফ্রান্সের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। হঠাৎ এই বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে সড়কে ট্রাফিক সিগন্যাল অচল হয়ে পড়ে, ফলে রাস্তাঘাট এবং বিমানবন্দরগুলোতে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

পরিস্থিতি এখন
গ্রিড অপারেটররা জানিয়েছেন, ইতোমধ্যে স্পেন ও পর্তুগালের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ পুনরায় ফিরেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কাজ চলছে।

কারণ সম্পর্কে যা জানা গেছে
বিদ্যুৎ বিপর্যয়ের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। অপরদিকে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি ও পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি।