২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
হজ

সৌদি আরব গেলেন আরও ২৬৯২ হজযাত্রী, হজে গিয়ে ৭ বাংলাদেশির মৃত্যু

সমাজকাল প্রতিবেদক :

বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন আরও ২৬৯২ হজযাত্রী, হজে গিয়ে ৭ বাংলাদেশির মৃত্যু। এ নিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন মোট ৪৭ হাজার ৪২০ জন।

আজ শুক্রবার (১৬ মে) সকালে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত বুলেটিন সূত্রে এই তথ্য জানা গেছে।

✈️ ফ্লাইট ও যাত্রীর পরিসংখ্যান:

  • সরকারি ব্যবস্থাপনায় গেছেন: ৪,৫৮৩ জন
  • বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন: ৪২,৮৩৭ জন
  • মোট ফ্লাইট পরিচালিত হয়েছে: ১১৯টি
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ৫৯টি
  • সৌদি এয়ারলাইন্স: ৪০টি
  • ফ্লাইনাস এয়ারলাইন্স: ২০টি
  • এই ফ্লাইটগুলোর মাধ্যমে
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ২৩,৪৭৯ জন
  • সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১৫,৬৭৮ জন
  • ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৮,২৬৩ জন হজযাত্রী।

🕯️ মৃত্যুবরণকারী হজযাত্রী (৭ জন):
চলতি হজ মৌসুমে সৌদি আরবে পৌঁছে মৃত্যুবরণ করেছেন ৭ জন বাংলাদেশি। তাদের পরিচয়:

  • মো. খলিলুর রহমান (৭০), পাংশা, রাজবাড়ী
  • ফরিদুজ্জামান (৫৭), বাজিতপুর, কিশোরগঞ্জ
  • আল হামিদা বানু (৫৪), পঞ্চগড় সদর
  • মো. শাহজাহান কবীর (৬০), মোহাম্মদপুর, ঢাকা
  • হাফেজ উদ্দিন, জামালপুর
  • বয়েজ উদ্দিন, নীলফামারী
  • অহিদুর রহমান, সন্দ্বীপ, চট্টগ্রাম

🔄 ফেরার সময়সূচি:
ফেরার ফ্লাইট শুরু হবে: ১০ জুন

শেষ হবে: ১০ জুলাই

🧳 সর্বমোট হজযাত্রীর সংখ্যা (২০২৫):

  • মোট অনুমোদিত হজযাত্রী: ৮৭,১০০ জন
  • সরকারি ব্যবস্থাপনায়: ৫,২০০ জন
  • বেসরকারি ব্যবস্থাপনায়: ৮১,৯০০ জন
  • ইস্যুকৃত ভিসা: ৮৬,২১৩ টি

সরকারি ব্যবস্থাপনার ভিসা শতভাগ ইস্যু হয়েছে

বেসরকারি ব্যবস্থাপনার ভিসা ইস্যু হয়েছে ৯৯ শতাংশ

📲 সর্বশেষ হজ সংবাদ পেতে সমাজকালের সাথে থাকুন।
🔗 সূত্র: হজ পোর্টাল, ধর্ম মন্ত্রণালয়