২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বিনোদন ডেস্ক :
সোমবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্স (এয়ারপোর্ট শাখা) এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী হয়। নিজেই নিজের অভিনীত ছবি ‘বরবাদ’ দেখতে হলে হাজির হন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। প্রিমিয়ার শোতে তার আগমন ঘিরে দর্শক ও ভক্তদের মধ্যে তৈরি হয় দারুণ উত্তেজনা।

শাকিব খান বলেন, “এত মানুষের ভালোবাসায় আমি অভিভূত। দর্শক ‘বরবাদ’ সিনেমার প্রতি যে ভালোবাসা দেখাচ্ছেন, তা সত্যিই অতুলনীয়। নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে আগে আসতে পারিনি। আজ অবশেষে দর্শকের সঙ্গে বসে ছবিটা দেখার সুযোগ হলো।”

সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন প্রযোজক শাহরিন আক্তার সুমি, কণ্ঠশিল্পী কোনাল, অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, ইমন, পরিচালক শিহাব শাহীন, দিঘী, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।

মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই রোমান্টিক-অ্যাকশনধর্মী ছবিতে শাকিব খানের বিপরীতে কলকাতার ইধিকা পাল অভিনয় করেছেন। ছবির আইটেম গানে পারফর্ম করেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু ও যীশু সেনগুপ্ত—যাঁরা প্রত্যেকেই ছবির গল্পে ভিন্ন মাত্রা যোগ করেছেন।

দর্শকপ্রতিক্রিয়া ও জনপ্রিয়তা
প্রেক্ষাগৃহে ‘বরবাদ’ মুক্তির পর থেকেই বেশ উচ্ছ্বসিত দর্শকরা। টিকিটের চাহিদা, সোশ্যাল মিডিয়ায় রিভিউ, এবং হলের সামনে উপচে পড়া ভিড় বলে দিচ্ছে—শাকিব খানের এই সিনেমা তার আগের জনপ্রিয়তাকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ার পথে। গানের দৃশ্য, অ্যাকশন ও গল্পের বাঁকে দর্শকেরা পাচ্ছেন বিনোদনের পূর্ণতা।

সমাজকাল মনে করে, ‘বরবাদ’ হয়ে উঠেছে ঢালিউডে নতুন দিনের বার্তাবাহক—যেখানে তারকাব্যক্তিত্ব আর কনটেন্ট একসঙ্গে চলেছে সমানতালে।

বক্স অফিস সাফল্য
মুক্তির প্রথম সপ্তাহেই ‘বরবাদ’ সিনেমা ২৭.৪৩ কোটি টাকা আয় করে শাকিব খানের আগের হিট ‘প্রিয়তোমা’র রেকর্ড ভেঙেছে । ২০ দিনের মধ্যে সিনেমাটি ৫০.৮২ কোটি টাকা আয় করে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে স্থান পেয়েছে, যা ‘তুফান’ সিনেমার পরেই । ‘বরবাদ’ এখনো দেশের ১১২টি একক প্রেক্ষাগৃহে এবং মাল্টিপ্লেক্সে চলছে, এবং শিগগিরই যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া ও ইউরোপে মুক্তি পেতে যাচ্ছে ।