শেখ ফিরোজ আহমদ’র কবিতা
মনপুরায় দেখা হলো
————————-
তোমার সাথে দেখা হলো
তোমার সঙ্গে দেখা
তখন ছিলাম ঘরের ভিতর মনপুরাতে একা
বাইরে তুমি ঘুরছিলে, এমন কি আর কি দূর ছিলে?
পায়েল ছিল ফর্সা দুটি পায়
হচ্ছে হবে সূর্যাস্ত। ঝাউবীথিটার ছায়ায়
এমন দেখা কেমন দেখা
কী আছে তার ভিতর
বুকের মধ্যে কেন এমন উথালপাথাল সাগর?
একটা বিকেল বেলায়
চা খেতে ডাকছিলে
শুধুই কি চা? সিঙ্গারা নয়? একটা আলিঙ্গন?
সাগর পাড়ের ঝাউবীথিটায়
মিষ্টি চুমুর ঘ্রাণ
চাঁদের আলোয় জড়িয়ে ধরে দুজনে কাঁদছিলাম
মনপুরাতে দেখা হলো দীর্ঘদিবস পর
তুমি কি আমার আপন নও, তুমি কি আমার পর?