২৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
education

শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সকলে এগিয়ে আসুন : শিক্ষা উপদেষ্টা

সমাজকাল প্রতিবেদক :

“শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা লালনের দায়িত্ব আমাদের নিতে হবে”—জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি. আর. আবরার।

শনিবার রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাল্টিপারপাস কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা। এসময় ২০২৪ সালের প্রাথমিক শিক্ষা পদক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শিক্ষা উপদেষ্টা ড. আবরার বলেন, “দুই মন্ত্রণালয়ে এমন কিছু উদ্যোগ নেওয়া জরুরি, যাতে কোমলমতি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়। বিতর্ক, আবৃত্তি, খেলাধুলার মতো সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজের সৃজনশীলতা প্রকাশ করতে পারবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার মাধ্যমে বৈষম্য দূর করা সম্ভব। আমাদের সীমিত সম্পদ ও সময়ের মধ্যেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। শিক্ষকরা কেবল চাকরি করতে আসেন না—তারা জাতি গড়ার কারিগর। প্রাথমিক শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পর্যন্ত, সবার প্রাপ্য সম্মান নিশ্চিত করতে হবে।”

ড. আবরার শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, “ভালো কিছু করতে চাইলে স্থানীয়ভাবে রাজনৈতিক ও সামাজিকভাবে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। শুধু গর্ভানিং বডি নয়, অভিভাবকরাও নজর রাখলে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সম্ভব।”

তিনি বলেন, “শিক্ষা শুধু চাকরি বা ব্যবসার জন্য নয়, বরং একজন মানুষকে ন্যায়নীতি ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যম। তাই পড়ালেখার অতিরিক্ত চাপ না দিয়ে নাচ, গান, আবৃতি ও খেলাধুলায় শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা দরকার।”