২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

লর্ড অফ দ্য রিংস-এর ধাঁচে ‘মহাভারত’ নিয়ে আসছেন আমির খান

আমির খান

বিনোদন ডেস্ক:

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান বহুদিন ধরেই একটি স্বপ্ন লালন করে আসছেন—ভারতের প্রাচীন মহাকাব্য ‘মহাভারত’কে বড়পর্দায় রূপ দেওয়ার। একাধিক সাক্ষাৎকারে তিনি এই স্বপ্নের কথা জানিয়েছেন, কখনও তা বাস্তবায়নের পরিকল্পনাও ভাগ করে নিয়েছেন। এবার হয়তো সেই বহুল প্রতীক্ষিত যাত্রার সূচনা ঘটতে চলেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান বলেন, “আমার লক্ষ্য—মন ছুঁয়ে যাওয়া গল্প বলা চালিয়ে যাওয়া। আর একটা স্বপ্ন রয়েছে, যেটার কাজ শুরু করার আশা রাখছি এই বছর থেকেই—মহাভারত। এটাই আমার জীবনের অন্যতম বড় লক্ষ্য।”

এই মন্তব্যেই ফের উন্মাদনা ছড়িয়েছে সিনেপ্রেমীদের মধ্যে। জানা গেছে, প্রযোজক হিসেবে আমির থাকলেও এখনই নিশ্চিত নয় তিনি অভিনয় করবেন কি না। বরং তার মূল ফোকাস পুরো প্রজেক্টটির আকার ও গভীরতা নিশ্চিত করা। তিনি বলেছেন, “একটা ছবিতে মহাভারত বলা যায় না। তাই একাধিক ছবির ভাবনা রয়েছে। হয়তো একাধিক পরিচালকের দরকার পড়বে। যদি একটার পর একটা করি, তাহলে অনেক সময় লেগে যাবে। যেমন ‘লর্ড অফ দ্য রিংস’-এর ক্ষেত্রে হয়েছিল—সব অংশ একসঙ্গে শ্যুট করা হয়েছিল। আমরাও সেরকম কিছু ভাবছি।”

উল্লেখ্য, পিটার জ্যাকসনের পরিচালিত তিন পর্বের ‘লর্ড অফ দ্য রিংস’ সিরিজ একসঙ্গে শ্যুট হয়ে বিশ্বব্যাপী বিপুল সাফল্য পেয়েছিল। ওই ফ্যান্টাসি সিরিজের মতোই ভারতের মহাকাব্য ‘মহাভারত’কে আন্তর্জাতিক মানে উপস্থাপন করতে চান আমির। সেই লক্ষ্যেই সম্ভবত একসঙ্গে একাধিক পর্বের শ্যুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

এদিকে, আমির খানের পরবর্তী ছবি ‘সিতারে জমিন পর’ মুক্তি পাবে ২০২৫-এই। এটি ২০০৮ সালের প্রশংসিত ছবি ‘তারে জমিন পর’-এর সিক্যুয়েল। নতুন ছবিতে এক ‘অপ্রিয়’ চরিত্রে দেখা যাবে তাকে, এমনটিই জানিয়েছেন তিনি নিজেই। যদিও মুক্তির নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি।

‘মহাভারত’ নিয়ে আমির খানের এই বহুল প্রতীক্ষিত প্রকল্প সত্যিই আলোর মুখ দেখবে কি না, তা সময়ই বলবে। আপাতত দর্শকেরা একটাই বলছেন—“এবার শুরু হোক!”