২৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
rupganj

রূপগঞ্জে একাত্তর টিভির সাংবাদিককে ইট দিয়ে থেঁতলে দিলো সন্ত্রাসীরা

সমাজকাল রিপোর্ট :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একাত্তর টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৭ মে) রাতে পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ছমু মার্কেট এলাকায় অবস্থিত তার সাংবাদিক কার্যালয়ে এ হামলা চালানো হয়।

সাংবাদিক রিয়াজ হোসেন জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের সালাম মোল্লার ছেলে ফারুক মোল্লার সঙ্গে তার পুরোনো বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে ফারুক মোল্লা, তার ছেলে বাঁধন, ইমন ও ফাহিম মোল্লা, সিদ্দিক মোল্লার ছেলে সুমন, মৃত নাসির মোল্লার ছেলে রিজভী, ওসিউদ্দিন মোল্লার ছেলে কাজলসহ আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, “হামলাকারীরা আমার মাথা, ঘাড় ও পিঠে ইট দিয়ে বারবার আঘাত করে। আমি চিৎকার করলে বন্ধু মাসুদ চৌধুরী আমাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও বেধড়ক মারধর করা হয়।”

পরে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে হত্যার হুমকি দিয়ে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, “খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

এ হামলার ঘটনায় সাংবাদিক সমাজসহ স্থানীয় জনসাধারণের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় সাংবাদিকদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রূপগঞ্জের সংবাদকর্মীরা।