রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ৮৫৮ দিন : কি হলো আজ
সমাজকাল ডেস্ক:
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ৮৫৮দিন অতিবাহিত হতে যাচ্ছে। এখনো যুদ্ধ পরিস্থিতি থামেনি। মঙ্গলবার (২ জুলাই) রাশিয়ার ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হলো।
রাশিয়ার হামলায় ইউক্রেনের পূর্ব দোনেৎস্কের ইউক্রেনস্ক শহরে দুই নারী নিহত ও ৮ জন আহত হয়েছেন। আঞ্চলিক প্রসিকিউটররা বলেছেন যে, এই হামলায় একাধিক রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছিল। এতে শহরটি একটি প্রশাসনিক ভবন ও কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে লোক সংখ্যা ১৩ হাজার ছিল। আঞ্চলিক গভর্নর ভাদিম ফিলাশকিন বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে চলে যেতে বার বার আহ্বান জানান।
কিয়েভ বলেছে, এটি দোনেৎস্কের সামনের একটি খনি শহর টোরেটস্ক। রাশিয়া এটিকে লক্ষ্যবস্তু করেছে। এই শহর থেকে ৭’শ বাসিন্দাকে সরিয়ে নিয়েছে কিয়েভ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কোর পুরোদস্তুর আক্রমনের আগে এখানে জন সংখ্যা ছিল ৩০ হাজার। এখন মাত্র ৫হাজার লোক রয়েছে।
ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সেরহি লাইসাক বলেছেন, ইউক্রেনের ডিনিপ্রো শহরে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন আহত হয়েছেএবং কয়েক ডজন আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়ার বেলগোরোডের আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, ইউক্রেনের হামলায় রাশিয়ার বেলগোরোডে অন্তত একজন নিহত এবং নয়জন আহত হয়েছে। কর্মকর্তারা বলেছেন, সীমান্ত অঞ্চলে ইউক্রেনের হামলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং পানি সরবরাহের সমস্যাও দেখা দিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি, তাদের বাহিনী আরও দুটি ইউক্রেনীয় গ্রাম দখল করেছে। এগুলো হলো যুদ্ধ-বিধ্বস্ত পূর্ব দোনেৎস্ক অঞ্চলের নোপোকরোভস্কে এবং উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের স্টেপোভা নোভোসেলিভকা।
মঙ্গলবার (২ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, তার বাহিনী স্টেপোভা নোভোসেলিভকা সহ খারকিভের কাছে কুপিয়ানস্ক সেক্টরে ১৭টি আক্রমণ প্রতিহত করেছে। তিনি আরও বলেন, পশ্চিমে সিঙ্কিভকার কাছেও যুদ্ধ চলছে। তিনি বলেন, পোকরোভস্কের সামনে ভয়ঙ্কর লড়াইয়ের অবস্থান চিহ্ণিত করেছি। গত ২৪ ঘন্টায় সেখানে ৪৪ রাশিয়ানকে প্রতিহত করা হয়েছ। ১৪ ব্যাটলে যুদ্ধ চলছে। তথ্য সূত্র : আল জাজিরা